রেকর্ড পরিমাণ টাকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করিয়েছে ইতালির ক্লাব জুভেন্তাস। রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাসে যোগ দিয়েই রোনাল্ডো নতুন স্বপ্ন দেখতে ও দেখাতে শুরু করে দিয়েছেন। পর্তুগালের সেরা খেলোয়াড় স্বপ্ন দেখছেন জুভেন্তাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতবেন।
গত সপ্তাহে ইতালির ক্লাবে যোগ দিয়েছেন রোনাল্ডো। ৮৮.৫৩ মিলিয়ন পাউন্ডে তাঁকে নিয়েছে জুভেন্তাস। রোনাল্ডো জানিয়ে দিয়েছেন, পরপর তিনবার ইউরোপীয়ান কাপ জেতার পরে নতুন চ্যাসেঞ্জ নিতে তিনি তৈরি।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর বান্ধবী জর্জিনা রদরিগেস ও ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকে নিয়ে গ্রিসে সময় কাটিয়ে ফিরেছেন রোনাল্ডো। সেইসময়ই তাঁর জুভেন্তাসে যোগদানের খবর ছড়িয়ে যায়। নয় বছর রিয়াল মাদ্রিদে কাটানোর পরে অবশেষে স্পেন ছেড়ে ইতালির ক্লাব জুভেন্তাসে যোগ দিয়েছেন তিনি।