For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্পেন জিতলেও সমানে সমানে লড়াই দিল ইরান, কুর্ণিশ ফুটবল দুনিয়ার

স্পেন ১-০ ব্যবধানের বেশি গোলে ইরানের বিরুদ্ধে জিততে পারল না।

  • |
Google Oneindia Bengali News

এশিয়ার অন্যতম বড় ফুটবল শক্তি ইরান। তাতে সন্দেহ নেই। তবে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ধারেভারে অনেকটাই এগিয়ে। সেই বিশ্বকাপজয়ী স্পেনকে ম্যাচের পুরো নব্বই মিনিট সমানে-সমানে লড়াই দিয়ে গেল ইরান। যার ফলে তিকিতাকা ফুটবল খেলেও স্পেন ১-০ ব্যবধানের বেশি গোলে জিততে পারল না।

স্পেন জিতলেও সমানে সমানে লড়াই দিল ইরান

এদিন গ্রুপ বি-র অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল ইরান ও স্পেন। কারণ আগের ম্যাচে পর্তুগাল ১-০ গোলে মরক্কোকে হারিয়ে গ্রুপ শীর্ষে পৌঁছে গিয়েছে। এই অবস্থায় স্পেন এই ম্যাচে না জিতলে খাদের কিনারে চলে যেত।

শুরু থেকেই পাসিং ফুটবল খেলতে শুরু করেন স্পেনের ফুটবলরাররা। তবে ইরানের খেলোয়াড়রা ডিফেন্স মজবুত করে রেখেছিলেন। মাঝমাঠ থেকে বল তুলে এনেও ইরান ডিফেন্স ভাঙতে পারছিলেন না ইনিয়েস্তা, কোস্তা, দাভিদ সিলভারা।

যার ফলে প্রথমার্ধের খেলে গোলশূন্য শেষ হয়। এরপরে দ্বিতীয়ার্দের ৫৪ মিনিটের মাথায় ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করে স্পেন শিবিরে স্বস্তি ফেরান দিয়েগো কোস্তা।

তারপরেও ইরান হার মানেনি। আক্রমণভাগ থেক রক্ষণ সব জায়গায় সমানে লড়ে গিয়েছে এশিয়ার এই ফুটবল শক্তি। তবে স্পেনের তুলনায় অভিজ্ঞতা কম থাকায় শেষ অবধি সমতা ফেরাতে পারেনি ইরান।

ম্যাচের ৬২ মিনিটের মাথায় সেট পিস থেকে গোল করে ইরান এগোনোর চেষ্টা করেছিল। তবে এই বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি প্রথমবার অফসাইডের কারণে গোল বাতিল করে দিল।

ম্যাচের ৮২ মিনিটের মাথায় বক্সে ফ্রি হেডার পেয়েও গোল করতে পারেননি ইরানের স্ট্রাইকার করিমি। করিমের জায়গায় জাহাবকশকে নামিয়ে ইরান আক্রমণে ধার বাড়ানোর চেষ্টা হয়। তবে শেষ অবধি গোলের মুখ খোলেনি।

পুরো ম্যাচে বল পজেশনে স্পেন বহু এগিয়ে থাকলেও ইরান যেভাবে বিশ্ব চ্যাম্পিয়ন একটি দলকে টক্কর দিয়ে গেল সারা ম্যাচে, তাকে কুর্ণিশ জানাতেই হয়।

English summary
Fifa World Cup 2018 : Diego Costa scores as Spain beat Iran 1-0
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X