For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রাইভাল হাগ', প্রাণ প্রিয় হলুদ-সবুজ জার্সি ছেড়ে ফেলতে দ্বিধা করছেন না ব্রাজিল সমর্থকরা, দেখুন ভিডিও

ফিফা বিশ্বকাপ ২০১৮: ফিফার তরফে ফ্যানফেস্টে দেওয়া হয়েছে একটি নতুন চ্যালেঞ্জ - 'রাইভাল হাগ', অর্থাৎ 'প্রতিদ্বন্দ্বীকে আলিঙ্গন করো'। 

  • |
Google Oneindia Bengali News

মাঠে চলছে ফুটবলের লড়াই, আর মাঠের বাইরে চলছে সৌভাতৃত্বের মহোৎসব। ফিফার তরফে ফ্যানফেস্টে দেওয়া হয়েছে একটি নতুন চ্যালেঞ্জ - 'রাইভাল হাগ', অর্থাৎ 'প্রতিদ্বন্দ্বীকে আলিঙ্গন করো'। স্টেডিয়ামের বাইরে তাই প্রতিদিনই দেখা যাচ্ছে বিভিন্ন দেশের প্রতিদ্বন্দ্বী সমর্থকরা পরস্পর পরস্পরকে আলিঙ্গন করছেন, নিজেদের মধ্যে জার্সি অদল বদল করছেন।

ফিফার আয়োজনে রাশিয়ায় চলছে রাইভাল হাগ

প্রথমে দেখলে একটু অদ্ভূতই লাগবে। ব্রাজিলের সমর্থক গা থেকে খুলে ফেলছেন প্রাণপ্রিয় হলুদ-সবুজ জার্সি। পরে নিচ্ছেন বেলজিয়ামের জার্সি। কোথাও বা মেক্সিকোর সমর্থক গায়ের সবুজ জার্সি খুলে পরছেন ফরাসীদের জার্সি, আর ফরাসী সমর্থককে দিয়ে দিচ্ছেন তাঁর নিজের গায়ের জার্সিটা।

ফিফার আয়োজনে রাশিয়ায় চলছে রাইভাল হাগ

এটাই হল 'রাইভাল হাগ' বা প্রতিদ্বন্দ্বীকে আলিঙ্গন করার খেলা। ফুটবলের স্পিরিটকে ছড়িয়ে দিতে ফিফার তরফে এর আয়োজন করা হয়েছে। বলা হয়েছে প্রথমে কোনও প্রতিদ্বন্দ্বী দলের সমর্থককে বেছে নিন। তাঁর সঙ্গে জার্সি অদল বদল করুন। তারপর তাঁকে আলিঙ্গন করুন। এভাবে ফুটবলের মাধ্যমে বিভিন্ন ভাষা, সংস্কৃতির মানুষের মধ্যে বিশ্ব-মানবতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

ফিফার এই উদ্যোগে দারুন সাড়াও মিলেছে। বিভিন্ন দেশের সমর্থকরা এতে অংশ নিয়েছেন। কেউ হয়তো কারোর ভাষাও বোঝেন না। কিন্তু শুধুমাত্র ফুটবলের ভাষায় পরস্পর পরস্পরের মনের ভাব বুঝে নিচ্ছেন। জার্সি পাল্টে সামিল হচ্ছেন একে অপরের আনন্দে, দুঃখে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Different teams? One love! Celebrate football, no matter who you cheer for.<br>Share your moment with a rival fan and win a trip to the <a href="https://twitter.com/hashtag/WorldCup?src=hash&ref_src=twsrc%5Etfw">#WorldCup</a> Final! <a href="https://twitter.com/hashtag/RivalHug?src=hash&ref_src=twsrc%5Etfw">#RivalHug</a> <a href="https://t.co/yx11nd9oKn">pic.twitter.com/yx11nd9oKn</a></p>— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) <a href="https://twitter.com/FIFAWorldCup/status/1011219456335413248?ref_src=twsrc%5Etfw">June 25, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

যেসব দর্শক সমর্থক স্টেডিয়ামে ঢোকার টিকিট পাচ্ছেন না, তাঁরা রাশিয়ার ভিড় জমাচ্ছেন ফিফার ফ্যানফেস্টে। প্রতিদিন হাজার হাজার ফ্য়ান জড়ো হচ্ছেন স্টেডিয়ামের বাইরের এই ফ্যানফেস্টে। জায়ান্ট স্ক্রিনে খেলা দেখা তো আছেই, আছে ফুটবল সংক্রান্ত নানা অনুষ্ঠান। সঙ্গে ফুটবলের স্পিরিটকে ছড়িয়ে দিতে ফিফার তরফে এরকম নানা মজার খেলা, প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। রাইভাল হাগের মাধ্যমে ভাগ্যবান সমর্থক বিশ্বকাপ ফাইনালের টিকিটও জিততে পারেন।

English summary
FIFA World Cup 2018: Fifa organizes a new challange in fanfest named rival hug.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X