For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

World Cup Live- আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে ক্রোয়েশিয়া, পৌঁছল শেষ ১৬-তে

রোস্তোভ অন ডন শহরের রোস্তভ এরেনা স্টেডিয়ামে আইসল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের লড়াইয়ে ক্রোয়েশিয়া। আক্রমণ ও প্রতিআক্রমণে জমে উঠেছে মাঠের লড়াই।

Google Oneindia Bengali News

অপেক্ষার পালা শেষ। শুরু ক্রোয়েশিয়া বনাম আইসল্যান্ডের খেলা। রোস্তোভ অন ডন শহরের রোস্তভ এরেনা স্টেডিয়ামে আইসল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার এই ম্যাচ। আর্জেন্তিনার সঙ্গে ড্র করে গ্পরুপ ডি-র লড়াইকে জটিল করে দিয়েছে আইসল্যান্ড। ইউরোপের এই দলটির অঘটন ঘটানোর ক্ষমতা কিছুটা হলেও চাপে রেখেছে ক্রোয়েশিয়াকেও। যদিও, দু'টি ম্যাচ জিতে এই মুহূর্তে এই গ্রুপের শীর্ষে রয়েছে ক্রোয়েশিয়া। তবে, এই ম্যাচের দিকে সবচেয়ে বেশি করে তাকিয়ে রয়েছে আর্জেন্তিনা। কারণ, বিশ্বকাপে মেসিদের ভাগ্য নিয়ন্ত্রক হয়ে উঠেছে এই ম্যাচ।

আজও কি কোনও অঘটন ঘটাবে আইসল্যান্ড

আইসল্যান্ড এই গ্রুপে এখন পর্যন্ত একটি ম্যাচ ড্র করেছে ও অন্য একটি ম্যাচ হেরেছে। এই মুহূর্তে তারা গ্রুপ লিগে তিন নম্বর স্থানে রয়েছে। এই গ্রুপে আইসল্যান্ডের নিচে রয়েছে আর্জেন্তিনা। আজ আইসল্যান্ড হেরে গেলে আর্জেন্তিনার সুবিধা। যদিও, নাইজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্তিনাকে জিততেই হবে। কিন্তু, আইসল্যান্ড ড্র করলে বা জিতে গেলে আর্জেন্তিনাকে তখন জটিল অঙ্কের উপর নির্ভর করতে হবে। এরমধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অঙ্কটি হচ্ছে আইসল্যান্ডের থেকে গোলের সংখ্যা বেশি থাকতে হবে মেসিদের।

{football_4-2017_958044}

Newest First Oldest First
1:22 AM, 27 Jun

৯০ মিনিটে ক্রোয়েশিয়ার পারিসিকের অসাধারণ গোল, ২-১ এগিয়ে গেল ক্রোয়েশিয়া।
1:10 AM, 27 Jun

আজ রস্তোভ এরেনার গ্যালারির ছ়বি।
1:05 AM, 27 Jun

৭৩ মিনিটে ক্রোয়েশিয়ার লোভাননের হাতে বল লাগায় পেনাল্টি পায় আইসল্যান্ড, গোলে বল ঠেলতে ভুল করেননি আইসল্যান্ডের জি সিগার্সন।
12:43 AM, 27 Jun

৫৩ মিনিটে ক্রোয়েশিয়ার অসাধারণ ওয়াল প্লে, ছিন্নভিন্ন আইসল্যান্ডের রক্ষণ, মিলান বাদেউ-এর অসামান্য বুদ্ধিমত্তায় আইসল্যান্ডের জালে বল, ১-০ গোলে এগিয়ে ক্রোয়েশিয়া।
12:20 AM, 27 Jun

ফের গোলের সুযোগ মিস করল আইসল্য়ান্ড, কর্নার থেকে অসাধারণ পাস পেয়েও গোলে বল রাখতে পারেনি আইসল্যান্ডের ফুটবলাররা।
12:16 AM, 27 Jun

ক্রোয়েশিয়ার বক্সের মধ্যে লাগাতার আক্রমণ আইসল্যান্ডের, ফের গোলের সুযোগ নষ্ট, কর্নার থেকে এই সুযোগ মিলেছিল। কিন্তু, গোলে বল রাখতে পারেননি আইসল্যান্ডের ফুটবলাররা।
12:14 AM, 27 Jun

আইসল্যান্ডের বক্সের মধ্যে ৪২ মিনিটে গোলের দুরন্ত সুযোগ পায় ক্রোয়েশিয়া। কিন্তু ক্রোয়েশিয়ার অধিনায়ক রাকিটিচ গোলে বল রাখতে পারেননি।
12:12 AM, 27 Jun

৪০ মিনিটে ক্রোয়েশিয়া বক্সের মধ্যে ওয়াল খেলে দুরন্ত সুযোগ তৈরি করে আইসল্যান্ড, কিন্তু নিশানার সামান্য একটু গোলমালে বল পোস্টের পাশ দিয়ে সীমানার বাইরে।
12:07 AM, 27 Jun

গ্যালারিতে আইসল্যান্ডের দর্শকদের উন্মাদনা।
12:05 AM, 27 Jun

খেলার ৩৩ মিনিট অতিক্রান্ত, এখনও পর্যন্ত কোনও দলই গোল করতে পারেনি।
12:04 AM, 27 Jun

৩০ মিনিটে আইসল্যান্ড একটি সেটপিস আদায় করে নেয়, কিন্তু ক্রোয়েশিয়ার গোলকিপারের দুরন্ত ফিস্টে গোলের সম্ভাবনা নষ্ট।
11:35 PM, 26 Jun

রোস্তোভ এরেনায় শুরু এক দুর্দান্ত লড়াই, ফুটবলের আবেগকে সম্বল করে খেলা আইসল্যান্ড না অঙ্কের হিসাবে খেলা ক্রোয়েশিয়া- কার কপালে আজ বিজয় গাথা জানা যাবে ৯০ মিনিট পর।
11:19 PM, 26 Jun

মাঠে এল ক্রোয়েশিয়া দল।
11:06 PM, 26 Jun

জাতীয় দলকে তাতাতে আজ এভাবেই একাত্ম হয়েছে আইসল্যান্ড
11:06 PM, 26 Jun

পজিশন ওয়াইজ আইসল্যান্ড দলের ফর্মেশন।
11:05 PM, 26 Jun

ক্রোয়েশিয়া দলের লকার রুমের ছবি টুইট করা হয়েছে ম্যাচের আগে।
11:04 PM, 26 Jun

পজিশন ওয়াইজ ক্রোয়েশিয়া দলের ফর্মেশন
11:03 PM, 26 Jun

ম্যাচের আগে একে অপরকে অভিন্দন জানাচ্ছেন ক্রোয়েশিয়া ও আইসল্যান্ড দলের কোচ
11:02 PM, 26 Jun

আজকের ম্যাচে কেমন দল নামাচ্ছে ক্রোয়েশিয়া ও আইসল্যান্ড, দেখে নিন একনজরে
9:25 PM, 26 Jun

অনুশীলনে ব্যস্ত ক্রোয়েশিয়া দলের এই ছবিগুলো টুইট করেছে সে দেশের ফুটবল অ্যাসোসিয়েশন।
9:24 PM, 26 Jun

ম্যাচের আগে দলকে তাতাতে এমনই টুইট করেছে ক্রোয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন।
9:22 PM, 26 Jun

অনুশীলনে ব্যস্ত ক্রোয়েশিয়া দল।
9:21 PM, 26 Jun

কয়েক ঘণ্টা আগে ক্রোয়েশিয়া দলের অন্যতম স্তম্ভ ইভান রাকিটিক-এর করা এই টুইট-টি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
9:20 PM, 26 Jun

ক্রোয়েশিয়া দলের সদস্য আন্দ্রেজ কারিমিককে উৎসাহ দিতে এমনই টুইট করেছে তাঁর ক্লাব দল।
8:52 PM, 26 Jun

জাতীয় ফুটবল দলকে সমর্থন জানাতে এই টুইট-টি করেছে ক্রোয়েশিয়া অলিম্পিক দলের সদস্যরা।
8:48 PM, 26 Jun

আজ এমনই রঙিন সব চেহারায় রোস্তোভ এরেনা কাঁপাবে ক্রোয়েশিয়ান সমর্থকরা।
8:47 PM, 26 Jun

ম্যাচের কিছুক্ষণ আগে এই টুইট-টি করেছে ক্রোয়েশিয়া দল, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ক্রোয়েশিয়া ও আইসল্যান্ড ৬ বার মুখোমুখি হয়েছে, ৪বার জয়ী হয়েছে ক্রোয়েশিয়া, ১বার জয়ী হয়েছে আইসল্যান্ড এবং ১টি ম্যাচ ড্র হয়েছে।
8:43 PM, 26 Jun

আইসল্যান্ড এবারের বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে মেসিদের ভালরকম বিপাকে ফেলেছিল। সেই ম্যাচের একটি দৃশ্য।
8:40 PM, 26 Jun

১৯ তারিখেই ৩২ তম জন্মদিন গিয়েছে আইসল্যান্ড দলের সদস্য রাগনার সিগুরসনের, আজ কি দেশবাসীকে জন্মদিনের সেলিব্রেশনের সুযোগ করে দেবেন? সে দিকে তাকিয়েই এখন আইসল্যান্ডের মানুষ।
8:37 PM, 26 Jun

আইস অধিনায়ক অ্যারন আইনার গানারসন দলের অন্যতম শক্তি, যে কোনও মুহূর্তে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি।
READ MORE

English summary
Croatia is playing against Iceland today in Rostov Arena in FIFA World Cup 2018. Iceland won the match against Argentina.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X