For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

World Cup Live- গ্রুপ এইচ-এর নাটকীয় ম্যাচ, শেষ ষোলয় চলে গেল কলম্বিয়া, বিদায় সেনেগালের

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরই সামিরা এরেনাতে মুখোমুখি হচ্ছে সেনেগাল ও কলম্বিয়া। ওয়ার্ল্ড কাপ ২০১৮-র শেষ ষোল-তে যেতে হলে সেনেগালের একটি ড্র হলেই চলবে।

Google Oneindia Bengali News

সামিরা এরেনাতে মুখোমুখি সেনেগাল ও কলম্বিয়া। ওয়ার্ল্ড কাপ ২০১৮-র শেষ ষোল-তে যেতে হলে সেনেগালের একটি ড্র হলেই চলবে। অন্যদিকে কলম্বিয়ার কাছে এই মাস্ট উইন গেম।

ড্র-এর চাহিদা বনাম মাস্ট উইন- কার জয় হয় দেখতে হবে

পোল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দিয়ে প্রতিযোগিতায় দুরন্তভাবে ফিরে এসেছে কলম্বিয়া। অন্যদিকে সেনেগালের কাছে শেষ ষোলতে এগিয়ে যাওয়ার মোক্ষম সুযোগ। ২০০২ সালের বিশ্বকাপ ফুটবলে যিনি একক দক্ষতায় সেনেগালকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন সেই অ্যালিউ সিসে এখন কোচ। দলের পারফরম্যান্স এখনও পর্যন্ত খুশি নন তিনি। তবে, ১ পয়েন্টের জন্য সেনেগালে স্বপ্ন যে মরে যাবে না তাতে তিনি নিশ্চিত।

1
958064

Newest First Oldest First
9:20 PM, 28 Jun

২০০২ সালের বিশ্বকাপের ম্যাচে এমনই এক পরিস্থিতিতে সেনেগাল দলের তৎকালীন সদস্য বর্তমানে সেনেগালের কোচ অ্যালিউ সিসে একক দক্ষতায় দলকে শেষ ষোলয় নিয়ে গিয়েছিলেন, কিন্তু তাঁর কোচিং-এ সেনেগাল দল এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারল না।
9:19 PM, 28 Jun

৯০ মিনিটের খেলা হয়ে গিয়েছে, কলম্বিয়ার কাছে ১ গোলে ম্যাচ হারার পথে সেনেগাল।
9:17 PM, 28 Jun

কলম্বিয়ার গোলে বিশ্বকাপে এখনও আশা জিইয়ে আছে জাপানের, সেনেগাল হেরে গেলে ফেয়ার প্লে-র নিয়ম মেনে জাপান ও কলম্বিয়া গ্রুপ এইচ থেকে শেষ ষোলয় চলে যাবে।
9:14 PM, 28 Jun

গোলের পর সাইড লাইনে কলম্বিয়া দলের সার দিয়ে দাঁড়িয়ে সেলিব্রেশন।
9:06 PM, 28 Jun

৭৪ মিনিটে কর্নার থেকে কলম্বিয়ার অসাধারণ গোল,কর্নার কিকে ইয়েরি মিনা দুরন্ত হেড করে সেনেগালের জালে বল ঢুকিয়ে দেন।
9:01 PM, 28 Jun

৭২ মিনিটের খেলা শেষ এখনও গোলশূন্য সেনেগাল বনাম কলম্বিয়ার ম্যাচ।
8:55 PM, 28 Jun

জাপান হেরে গেলে কলম্বিয়াকে সেনেগালের সঙ্গে ড্র করলেই হবে, সেক্ষেত্রে কলম্বিয়া শেষ ষোলয় চলে যাবে। গোল পার্থক্যে কলম্বিয়া শীর্ষে রয়েছে।
8:54 PM, 28 Jun

পোলান্ডের সঙ্গে খেলায় ১ গোল খেয়ে পিছিয়ে রয়েছে জাপান, এর ফলে গ্রুপ শীর্ষ থেকে তারা তৃতীয় স্থানে নেমে এসেছে, এখন গ্রুপের প্রথম দুটি দল হল সেনেগাল ও কলম্বিয়া।
8:42 PM, 28 Jun

সেনেগাল ও কলম্বিয়ার খেলা দেখতে সামারা এরেনাতে ৪১,৯৭০ জন দর্শক হাজির হয়েছেন।
8:41 PM, 28 Jun

গ্রুপ এইচ-এ শেষ হাসি কি জাপান ও সেনেগালের সমর্থকরাই হাসবেন? না ছবিটার বদল ঘটাতে পারবে কলম্বিয়া?
8:35 PM, 28 Jun

জেমস রডরিগেজ কলম্বিয়ার আক্রমণ ভাগে.র মূল স্থপতি, কলম্বিয়ার শেষ ১৪টি বিশ্বকাপ গোলের মধ্যে ১০টি-তে সরাসরি অবদান ছিল রডরিগেজের, ৬টি গোল নিজে করেছিলেন, ৪টি গোল করিয়েছিলেন।
8:33 PM, 28 Jun

কলম্বিয়ার পরিস্থিতি একটু জটিল মনে হচ্ছে, কারণ, খেলা শুরুর তিরিশ মিনিটের মধ্যে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন চোটগ্রস্ত রডরিগেজ।
8:31 PM, 28 Jun

বল পজেশনে কলম্বিয়া এগিয়ে থাকলেও, সেনেগালের রক্ষণকে এখনও ভাঙতে পারেনি।
8:19 PM, 28 Jun

গ্যালারিকে রঙিন করতে পিছিয়ে নেই সেনেগালের সমর্থকরাও।
8:18 PM, 28 Jun

সামারা এরেনা-তে কলম্বিয়ার সমর্থকদের রঙিন উপস্থিতি।
8:16 PM, 28 Jun

ম্যাচের আগে হাত মেলাচ্ছেন সেনেগালের কোচ সিসে ও কলম্বিয়ার কোচ।
7:58 PM, 28 Jun

ফাউল হিসাবে রেফারি পেনাল্টি দিয়েছিলেন, রিভিউ চায় কলম্বিয়া, এরপরই রিভিউ দেখে পেনাল্টি বাতিল করেন রেফারি।
7:58 PM, 28 Jun

সেনেগালের প্লেয়ারকে ট্যাকল করেন কলম্বিয়ার ফুটবলার, কলম্বিয়ার গোল বক্সের মধ্যে পড়ে যান সেনেগালের ফুটবলার।
7:57 PM, 28 Jun

১৬ মিনিটে মাঠে চূড়ান্ত নাটক, সেনেগালকে পেনাল্টি দিয়েও রিভিউ-এ তা বাতিল করলেন রেফারি।
7:39 PM, 28 Jun

শেষ ষোলর লক্ষে শুরু হয়ে গিয়েছে কলম্বিয়া বনাম সেনেগালের দ্বৈরথ। আক্রমণ-প্রতিআক্রমণে জমে উঠেছে ম্যাচ। প্রথম থেকেই আক্রমণাত্মক সেনেগাল। কলম্বিয়া ধীরে ধীরে গতি বাড়াচ্ছে।
7:20 PM, 28 Jun

স্টেডিয়ামে পৌঁছল সেনেগাল ও কলম্বিয়া, বাস থেকে সবার আগে নামলেন কোচ সিসে।
6:39 PM, 28 Jun

আজ সেনেগাল ও কলম্বিয়া দল কেমন, চোখ বুলিয়ে নিন।
6:39 PM, 28 Jun

এই দুই ফুটবলারের দিকে আজ চোখ রাখার কথা বলছে খোদ ফিফা।
6:33 PM, 28 Jun

সেনেগালের কোচ অ্যালিউ সিসে-র এই ছবিটি পোস্ট করেছে বিআর ক্লাব।
6:33 PM, 28 Jun

সেনেগালের এই শিশুর নৃত্যরত ভিডিওটি বিশ্বকাপ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।
4:48 PM, 28 Jun

২০০২ সালে তিনি নিজে সেনেগালের জন্য যা করতে পেরেছিলেন আজ তাঁর কোচিং-এ থাকা সেই দল কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে
4:47 PM, 28 Jun

সতীর্থ ফালকাও-কে নিয়ে কী বলছেন ওসপানিয়া, জানুন
4:34 PM, 28 Jun

দল নিয়ে প্রবল আশাবাদী ওসপানিয়া, খেলার কয়েক ঘণ্টা আগে যা বললেন তিনি।
4:32 PM, 28 Jun

ম্য়াচের আগে মুখ খুললেন কলম্বিয়ার তারকা গোলকিপার ওসপানিয়া।
4:26 PM, 28 Jun

এবারের বিশ্বকাপে সেনেগালের পারফরম্যান্স কেমন, দেখে নিন একনজরে।
READ MORE

English summary
After loosing the first game in Group H Colombia has become superbly in the tourmaent. Today they have last hope in the World Cup. On this Crucial match they are facing Senegal. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X