For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিয়েগো কোস্তার গোলে ১-০ ব্যবধানে ইরানকে হারাল স্পেন

মরক্কোর সঙ্গে দ্বিতীয় ম্যাচে জিতে গ্রুপ বি থেকে দ্বিতীয় রাউন্ডের দৌড়ে সবচেয়ে এগিয়ে গিয়েছে পর্তুগাল। ইরানও আগের ম্যাচে মরক্কোকে হারিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মরক্কোর সঙ্গে দ্বিতীয় ম্যাচে জিতে গ্রুপ বি থেকে দ্বিতীয় রাউন্ডের দৌড়ে সবচেয়ে এগিয়ে গিয়েছে পর্তুগাল। ইরানও আগের ম্যাচে মরক্কোকে হারিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এই ম্যাচে আটকে যাওয়া মানে স্পেনকে আগের বারের মতোই গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হবে। যদিও ইরান তেমন কঠিন প্রতিপক্ষ নয়। তবে বিশ্বকাপের মূল মঞ্চে যেভাবে এবার অঘটন ঘটছে তাতে যা কিছু হতে পারে। ইরান বিশ্বজয়ী স্পেনকে আটকে দিলে পরের রাউন্ড নিশ্চিত করার দিকে এগিয়ে যাবে। এই অবস্থায় স্পেনিয়ার্ডরা কি পারবেন জ্বলে উঠতে? একনজরে দেখে নিন ম্যাচের সমস্ত আপডেট।

দিয়েগো কোস্তার গোলে ১-০ ব্যবধানে ইরানকে হারাল স্পেন

1
958030

ম্যাচ আপডেট দেখতে চোখ রাখুন এখানে

Newest First Oldest First
1:25 AM, 21 Jun

স্পেনকে একমাত্র গোলে জয় এনে দিলেন দিয়েগো কোস্তা।
1:23 AM, 21 Jun

খেলা আর এক মিনিট বাকী। দেওয়াল লিখন স্পষ্ট। ইরান লড়াই করেও পিছিয়ে রইল স্পেনের থেকে।
1:22 AM, 21 Jun

ওমিদ ইব্রাহিমিকে হলুদ কার্ড দেখালেন রেফারি। ফ্রি কিক পেল স্পেন। তবে গোল আসেনি।
1:20 AM, 21 Jun

নব্বই মিনিট খেলা শেষ। অতিরিক্ত ৪ মিনিট সময় দিলেন রেফারি।
1:18 AM, 21 Jun

দিয়েগো কোস্তাকে বসিয়ে রদ্রিগোকে নামালেন কোচ ইয়েরো।
1:16 AM, 21 Jun

ম্যাচ ৮৫ মিনিট গড়াল। করিমির জায়গায় পরিবর্ত ঘোদ্দোসকে নামালেন ইরান কোচ।
1:12 AM, 21 Jun

অসাধারণ গোলের সুযোগ নষ্ট করলেন করিমি। ফ্রি হেডার পেয়েও গোল পেল না ইরান।
1:10 AM, 21 Jun

খেলা শেষ ৮০ মিনিট। ইরানও গোল করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
1:08 AM, 21 Jun

ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখলেন ইরানের আমিরি।
1:06 AM, 21 Jun

৭৫ মিনিটের মাথায় লুকাসকে ফাউল করায় বক্সের বাইরে কর্ণার পেল স্পেন। তবে গোলের মুখ খোলা গেল না।
1:04 AM, 21 Jun

খেলোয়াড় বদল ইরানের। করিমের জায়গায় জাহাবকশ-কে নামালেন ইরানের কোচ।
1:00 AM, 21 Jun

ম্যাচ শেষ হল সত্তর মিনিট। ইরান অধিনায়ক সফিকে বসানো হল। এদিকে আন্দ্রে ইনিয়েস্তাকে বসিয়ে কোকে-কে নামাল স্পেন।
12:58 AM, 21 Jun

স্পেন নতুন করে আক্রমণ শানাচ্ছে। তবে আর গোল আসেনি। কর্ণার পেল স্পেনিয়ার্ডরা। তবে গোল আসেনি।
12:54 AM, 21 Jun

৬২ মিনিটের মাথায় সেট পিস থেকে গোল করে সমতা ফেরাল ইরান। তবে অফসাইডে গোল বাতিল করে দিল ভিএআর প্রযুক্তি। ফলে স্পেন ১ গোলে এগিয়েই রইল।
12:51 AM, 21 Jun

ম্যাচের ৬০ মিনিট অতিক্রান্ত। স্পেন বক্সের কিছুটা দূরে ফ্রি কিক পেল ইরান।
12:45 AM, 21 Jun

৫৪ মিনিটের মাথায় স্পেনকে গোল করে এগিয়ে দিলেন দিয়েগো কোস্তা। দুই ম্যাচে তিন গোল করে ফেললেন তিনি।
12:43 AM, 21 Jun

গোলের অসাধারণ সুযোগ মিস করল ইরানও। স্পেন বক্সে আচমকা ভূমিকম্প ডেকে এনেছিলেন ইরানের ফুটবলাররা।
12:39 AM, 21 Jun

কর্ণার থেকে গোল করার অসাধারণ সুযোগ পেয়ে গিয়েছিল স্পেন। পরপর দুবার গোলের সুযোগ পেলেও বাঁচিয়ে দিলেন গোলকিপার বেইরানভন্দ।
12:38 AM, 21 Jun

দেখুন বল পজেশনে স্পেন শতোজন এড়িয়ে। তবে ইরান ১ পয়েন্টের লক্ষ্যে খেলছে। আগের ম্যাচে মরক্কোর সঙ্গে জেতায় এই ম্যাচে স্পেনের সঙ্গে ড্র করলেই ইরানের লাভ।
12:36 AM, 21 Jun

শুরু দ্বিতীয়ার্ধের খেলা। স্পেন কি ইরানের ডিফেন্স ভাঙতে পারবে? এই অর্ধে এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে।
12:20 AM, 21 Jun

প্রথমার্ধের খেলা শেষ। স্পেনের তিকিতাকা ফুটবলকে থামিয়ে দিয়ে ইরান ম্যাচ গোলশূন্য রেখে দিল।
12:16 AM, 21 Jun

অতিরিক্ত ৩ মিনিট খেলার সময় দিলেন রেফারি।
12:16 AM, 21 Jun

ম্যাচ গড়িয়ে গেল ৪৫ মিনিটে। বল পজেশনে শতযোজন এড়িয়ে স্পেন। তবে ইরান ডিফেন্স মজবুত রেখে এগিয়ে চলেছে।
12:14 AM, 21 Jun

দুই দলই কড়া ট্যাকল করছে একে অপরকে। রেফারি বেশ সতর্ক হয়ে রেফারিং করছেন। দিয়েগো কোস্তাকে বল সাপ্লাই করতে পারছে না মাঠমাঠের খেলোয়াড়রা। মাঠমাঠ থেকে সাপ্লাই লাইন একপ্রকার ডিফেন্স করে বিচ্যুত করে দিয়েছেন হোসেইনি, রামিনরা।
12:11 AM, 21 Jun

ম্যাচ চল্লিশ মিনিট অতিক্রান্ত। খেলার ফলাফল স্পেন ০-০ ইরান।
12:09 AM, 21 Jun

ম্যাচে প্রথম কর্ণার পেল ইরান। কাজে এল না অধিনায়ক সফি চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেন।
12:06 AM, 21 Jun

সুযোগ তৈরি করে ফেলেছিল ইরান। তবে বল ক্লিয়ারেন্স করে ইরানকে ফ্রিকিক দিলেন রামোস।
12:06 AM, 21 Jun

মাঝমাঠের পর খেলা থেকে হারিয়ে যাচ্ছে স্পেন। বল পজেশনে স্পেন এগিয়ে থাকলেও স্পেনিয়ার্ডদের আক্রমণভাগকে নিখুঁত ডিফেন্সে ভোঁতা করে দিয়েছে ইরান।
12:01 AM, 21 Jun

ম্যাচের ৩০ মিনিট অতিক্রান্ত। তবে বারবার আক্রমণ করেও গোলের মুখ খুলতে পারছে না স্পেন। ইরান বক্সে ভলি করার চেষ্টা করে ব্যর্থ দাভিদ সিলভা।
11:54 PM, 20 Jun

এদিন স্পেনের হয়ে শততম ম্যাচ খেলতে নামলেন ডিফেন্ডার জেরার্ড পিকে।
READ MORE

English summary
Fifa World Cup 2018 : Spain vs Iran match live updates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X