For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রুপ এফ-এর দিকে তাকিয়ে সকলে, জার্মানিকে বেগ দিতে পারে বাকী তিন দল

বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি এবার পড়েছে গ্রুপ এফ-এ। যে চারটি দল রয়েছে তারা প্রত্যেকেই শক্তিশালী।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি এবার পড়েছে গ্রুপ এফ-এ। যে চারটি দল রয়েছে তারা প্রত্যেকেই শক্তিশালী। তবে সবার চেয়ে এগিয়ে জোয়াকিম লো-র জার্মান ব্রিগেড। এই গ্রুপে রয়েছে মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া। এক একটি দলের খেলার ধরন আলাদা। ফলে প্রতিটি ম্যাচই আকর্ষণীয় হতে চলেছে। খাতায়-কলমে জার্মানি পরের রাউন্ডে যাবে ধরে নিলে বাকী একটি জায়গার জন্য লড়াই হবে তিন দলের মধ্যে।

গ্রুপ এফ-এর দিকে তাকিয়ে সকলে

ব্রাজিলের পর বিশ্বকাপে সবচেয়ে গৌরবের রেকর্ড রয়েছে জার্মানির। অনিয়মিত খেলোয়াড়দের দিয়েও ২০১৬ কনফেডারেশন কাপ জিতেছে জার্মানি। ফলে ২৩ জনের দল তৈরি করতে অনেক বেগ পেতে হয়েছে কোচ জোয়াকিম লো-কে। লেরয় সানে-র মতো খেলোয়াড়কে বাদ দিতে হয়েছে যা দেখে অনেকেই অবাক হয়েছেন।

১৭ জুন জার্মানি ও মেক্সিকোর ম্যাচ দিয়ে গ্রুপ এফ-এর খেলা শুরু হচ্ছে। সুইডেন ও দক্ষিণ কোরিয়ার ম্যাচ রয়েছে ১৮ জুন। ২৩ জুন মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার ম্যাচ রয়েছে। সেদিনই জার্মানি নামবে সুইডেনের বিরুদ্ধে।

২৭জুন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে জার্মানির। মেক্সিকো ও সুইডেনের ম্যাচও রয়েছে।

তারকা খেলোয়াড়দের মধ্যে সুইডেনের এমিল ফোর্সবার্গ, আন্দ্রেস গ্র্যাঙ্কভিস্ট যেমন রয়েছেন, তেমনই রয়েছেন জার্মানির জোসুয়া কিমিচ, থমাস ম্যুলার, মেক্সিকোর গিলেরমো ওকওয়া, জেভিয়ের হার্নান্ডেজ।

এই গ্রুপ থেকে জার্মানি সম্ভবত ফেভারিট হিসাবে দ্বিতীয় রাউন্ডে যাবে। দ্বিতীয় স্থানের জন্য লড়াই হবে মেক্সিকো ও সুইডেনের মধ্যে। দক্ষিণ কোরিয়া কতটা ভালো করতে পারবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

[আরও পড়ুন: গ্রুপ সি-তে মহাযুদ্ধ তিন মহাদেশের চার দলের, এগিয়ে ফ্রান্স-অস্ট্রেলিয়া ][আরও পড়ুন: গ্রুপ সি-তে মহাযুদ্ধ তিন মহাদেশের চার দলের, এগিয়ে ফ্রান্স-অস্ট্রেলিয়া ]

[আরও পড়ুন: মেসির আর্জেন্তিনাকে আটকাতে গ্রুপ ডি-তে কোন কোন দল রয়েছে, দেখা যাক একনজরে][আরও পড়ুন: মেসির আর্জেন্তিনাকে আটকাতে গ্রুপ ডি-তে কোন কোন দল রয়েছে, দেখা যাক একনজরে]

English summary
FIFA World Cup Russia 2018: Group F analysis of Germany, Mexico, Sweden, South Korea
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X