বিশ্বকাপ জিতল ফ্রান্স। ক্রোয়েশিয়াকে ফাইনালে ৪-২ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল। আর এই সাফল্যের দিনে বলা যেতে পারে লজ্জার রেকর্ড গড়লেন ফ্রান্সের একমাত্র স্ট্রাইকার অলিভার জিরৌ। দলের হয়ে একটি বাদে সবকটি ম্যাচে খেলে একটিও গোল করতে পারেননি তিনি। শুধু তাই নয়, একটি শটও এমনকী টার্গেটে রাখতে পারেননি জিরৌ।
প্রিমিয়ার লিগে চেলসির হয়ে খেলেন জিরৌ। গোটা বিশ্বকাপে মোট ৫৪৬ মিনিট মাঠে ছিলেন। ফাইনালের দিনও ৮১ মিনিট তিনি খেলেছেন। দল চারটি গোল করলেও একটিতেও তাঁর অবদান নেই। দলের হয়ে গোল করেন গ্রিজম্যান, এমবাপে ও পোগবা। একটি আত্মঘাতী গোল হয়েছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্রান্সের প্রথম ম্যাচে জিরৌ খেলেননি। তার পরের সবকটি ম্যাচে খেলেছেন। গোলমুখী একটিমাত্র শট তিনি মেরেছেন ডেনমার্কের বিরুদ্ধে। তবে সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়।
ফলেতবে জিরৌর বড় চেহারার উপস্থিতি বিপক্ষ দলের রক্ষণে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছে গ্রিজম্যান, এমবাপে, পোগবাদের। ফলে তাঁরাই গোল করে দলকে জিতিয়ে এনেছেন। আর স্ট্রাইকার হয়েও জিরৌ কোনও গোল না পেয়ে বিশ্বকাপজয়ী দলের সদস্য হয়ে রইলেন।