For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কে হলেন ভারতীয় ফুটবল দলের নতুন কোচ, জানতে পড়ুন

ক্রোয়েশিয়ান বিশ্বকাপার ইগর স্টিমাককেই ভারতের জাতীয় ফুটবল দলের নতুন কোচ বাছল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ।

  • |
Google Oneindia Bengali News

ক্রোয়েশিয়ার বিশ্বকাপার ইগর স্টিমাককেই ভারতের জাতীয় ফুটবল দলের নতুন কোচ বাছল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ। ৫ থেকে ৮ জুন পর্যন্ত থাইল্যান্ডের বুরিরামে অনুষ্ঠিত হতে চলা কিংস কাপ থেকেই ক্রোয়েশিয়া ফুটবল দলের প্রাক্তন ম্যানেজারের পরীক্ষা শুরু হবে। ইগর স্টিমাকের সঙ্গে ২ বছরের চুক্তি হয়েছে ভারতীয় ফুটবল সংস্থার।

ভারতীয় ফুটবল দলের নতুন কোচ ক্রোয়েশিয়ান বিশ্বকাপার ইগর স্টিমাক

উল্লেখ্য, গত জানুয়ারিতে ভারতের জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলন স্টিফেন কনস্টানটাইন। পরিবর্তে বেশ কয়েকজন বিদেশি কোচের নাম উঠে এলেও ক্রোয়েশিয়ান ইগর স্টিমাকের প্রোফাইলই পছন্দ হয় এআইএফএফ-র এগজিকিউটিভ কমিটির। ইগরের কোচিংয়ে ভারতীয় ফুটবল দল নয়া উচ্চতা স্পর্শ করবে বলেও আশাবাদী দেশের ফুটবল সংস্থা।

ডাভোর সুকেরের সতীর্থ ৫১ বছরের ইগর স্টিমাক ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে ক্রোয়েশিয়া ফুটবল দলের সদস্য ছিলেন। সেই টুর্নামেন্টে তৃতীয় হয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল ক্রোয়েশিয়া। ১৯৯৬ সালে ইংল্যান্ডে হওয়া ইউরো কাপেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ইগর স্টিমাক। সেই টুর্নামেন্টেও কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ২০১৮ বিশ্বকাপের রানার্স দেশ। এছাড়াও যুগস্লাভিয়া জাতীয় দলের হয়ে ১৯৮৭ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপও জিতেছিলেন ইগর স্টিমাক।

খেলা থেকে অবসর নেওয়ার পর পাকাপাকি ভাবে কোচিংয়ে মনোনিবেশ করেন এই ক্রোয়েশিয়ান সেন্টার-ব্যাক। ইগর স্টিমাকের কোচিংয়েই ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল ক্রোয়েশিয়া। ভারতীয় দলকেও সাফল্যের মুখ দেখাতে তিনি বদ্ধপরিকর বলে জানিয়েছেন ক্রোয়েশিয়ান বিশ্বকাপার ইগর স্টিমাক।

English summary
Igor Stimac has appointed as Indian National Football Coach
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X