For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম চিন ফিফা ফ্রেন্ডলি, কখন কোথায় দেখবেন ঐতিহাসিক ম্যাচ, জেনে নিন সম্ভাব্য প্রথম একাদশ

ভারত বনাম চিন ফিফা ফ্রেন্ডলি ম্যাচের প্রিভিউ, সম্ভাব্য প্রথম একাদশ, টিভি এবং লাইভ স্ট্রিমের বিবরণ।

  • |
Google Oneindia Bengali News

আজই সেই ম্যাচ। প্রথমবারের জন্য চিনের মাটিতে শক্তিশালী চিনের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। এশিয়া কাপের প্রস্তুতি তো বটেই। তার সঙ্গে সঙ্গে এই ম্যাচে উত্তর মিলতে পারে অনেকগুলি প্রশ্নের।

গত কয়েক বছরে কতটা এগোল ভারতীয় ফুটবল? আইএসএল চালু হওয়ার কি কোনও ইতিবাচক প্রভাব পড়ল? কোচ কনস্টানটাইন কি ভারতীয় ফুটবলকে সঠিক দিশায় নিয়ে যাচ্ছেন?

কখন কোথায় দেখবেন এই ম্যাচ

কখন কোথায় দেখবেন এই ম্যাচ

সময় - শনিবার, ভারতীয় সময় বিকেল ৫টা বেজে ৫ মিনিটে
স্থান - চিনের সুজৌ অলিম্পিক স্পোর্য়স সেন্টার স্টেডিয়াম
টিভি সম্প্রচার - স্টার স্পোর্টস
অনলাইন স্ট্রিমিং - হটস্টার ও জিও টিভি

ভারতীয় দল

ভারতীয় দল

ভারতীয় দল স্টিফেন কনস্টানটাইনের কোচিং-এ গত কয়েক বছরে বেশ আশাজনক প্রদর্শন করেছে। এদিনের ম্যাচের জন্য কোচ, সন্দেশ ঝিঙ্গনকে অধিনায়ক বেছে নিয়েছেন। তাঁর সঙ্গে সেন্টার ব্যাকে আনাস ওডাথোড়িকাই থাকবেন বলে মনে করা হচ্ছে। তিন কাঠির তলায় সম্ভবত থাকবেন গুরপ্রীত সিং। রাইট-লেফট ব্যাকে থাকতে পারেন প্রীতম কোটাল-শুভাশীষ বসু জুটি।

মাঝমাঠের প্রদান ভূমিকায় আশা করা হচ্ছে প্রণয় হালদার ও রোলিম বোর্গেসকে। তাদের পাশে দুই উইংয়ে থাকার কথা উদান্ত সিং ও হোলিচরণ নার্জারির। আর সামনে অবশ্যই থাকবে সুনাল ছেত্রী ও জেজের জোড়া ফলা।

এছাড়াও এশিয়া কাপের আগে কোচ নিখিল পুজারি, আশিক কুরুনিয়ান, সালাম রঞ্জন সিংদের ব্যবহার করে দেখতে পারেন।

চিন দল

চিন দল

রেড ড্রাগনরা কিন্তু এই মুহূর্তে খুব একটা ফর্মে নেই। গত মাসে কাতারের বিরুদ্ধে তারা ১-০ গোলে হেরেছে, আর বাহারিনের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে। তবে মাথায় রাখতে হবে, তাঁদের দলের কোচিং-এর দায়িত্বে আছেন ২০০৬ সালে ইতালিকে বিশ্বকাপ দেওয়া কোচ মার্সেলো লিপ্পি।

ফর্ম ছাড়াও চিনকে ভোগাচ্ছে ঝ্যাং লিংপেং পিয়াও চেং এর মতো খেলোয়াড়ের চোট। ভারতের বিরুদ্ধে তাঁরা দুজনেই খেলবেন না। বদলে লিপ্পি দলে নিয়েছেন তিন প্রতিভাবান তরুণ - ডেং হানওয়েন, ফান ঝিয়াওদং ও ঝ্যাং ঝিউওয়েই-কে।

সামনে থাকবেন স্ট্রাইকার জুটি ইউ দাবাও ও গাও লিন। তাঁদের বল জোগানের জন্য তাকছেন উ লেই। লেই কিন্তু চিন সুপারলিগে দারুন খেলেছেন। তাঁর দিকে চোখ রাখতেই হবে। উইং চল রাখবেন চি ঝংগুও ও উ শি।

রক্ষণে ফেং শিয়াওটিং ও ইউ ইয়াং থাকবেন সেন্ট্রাল মিডফিল্ডে। লি সুয়েপেং ও ওয়াংটং ফুল ব্যাক হিসেবে খেলবেন বলে আশা করা হচ্ছে। লিপ্পি কিন্তু বলেছেন তারা ভারতকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন।

একনজরে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

একনজরে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

চিন: জেং চেং (গোলরক্ষক), ফেং শিয়াওটিং, লি শুয়েপেং, ইউ ইয়াং, ওয়াং টং, উ শি, চি ঝংগুও, জিন জিংদাও, গাও লিন, উ লেই, ইউ দাবাও।

ভারত: গুরপ্রীত সিং সান্ধু (গোলরক্ষক), শুভাশীষ বসু, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গন, আনাস এডাথোড়িকা, প্রণয় হালদার, রোলিন বোর্গেস, উদান্ত সিং, হোলিচরণ নার্জারি, সুনীল ছেত্র্রী, জেজে লালপেখালুয়া।

English summary
The match preview, probable starting XI, TV and live stream details of India vs China FIFA friendly match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X