For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের মাটিতে ভারতের ফুটবল বিপ্লব - কী বলছে ভারতীয় ফুটবল মহল

ভারত বনাম চিন ফিফা ফ্রেন্ডলি ম্যাচের পর ফুটবলারদের প্রতিক্রিয়া।
 

  • |
Google Oneindia Bengali News

শনিবার ছিল ভারতীয় ফুটবলের ইতিহাসে এক অত্যন্ত গর্বের দিন। ফিফা ক্রমতালিকায় ২৭ ধাপ এগিয়ে থাকা চিনে সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ ছিল ভারতের। তাও আবার প্রথমবার চিনের মাঠে তাদের মুখোমুখি হয়েছিল ভারত। দুর্দান্ত লড়াইয়ের সাক্ষর রাখেন ভারতীয় ফুটবলাররা।

বিশেষ করে ভআরতের রক্ষণবিভাগ ও গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু অসাধারণ খেলেন। শক্তিশালী চিনকে তাদের দেশের মাঠে ০-০ ড্র করতে বাধ্য করে ভারত। এই ম্যাচে দেখিয়ে দিয়েছে ভারতীয় ফুটবল চলেছে সঠিক দিশাতেই। দেখে নেওয়া যাক ম্যাচের পর দেশের ফুটবল মহলের কে কী বলছেন।

এআইএফএফ সভাপতি প্রফুল্ল প্যাটেল

জাতীয় দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল্ল প্যাটেল গোটা দলের পাশাপাশি তিনি আলাদা করে উল্লেখ করেছএন গোলকিপার গুরপ্রীতের কথা।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর

২১ বছর পর চিনের বিরুদ্ধে প্রথম ফ্রেন্ডলি ম্যাচেই ভারত যেভাবে নিজেদের রক্ষণ ধরে রেখে চিনে ম্যাচ অমীমাংসিত রেখেছে তার প্রশংসা করেছেন রাজ্যবর্ধন রাঠোর। তিনি জানিয়েছেন এএফসি এশিয়ান কাপের আগে ভারতের এই খেলা অত্যন্ত আশাপ্রদ।

অধিনায়ক সন্দেশ ঝিঙ্গন

তাঁর নেতৃত্বেই শনিবার চিনে মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ভারত। শুধু দলের নেতা নন, রক্ষণভাগকেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সন্দেশ। একের পর এক চিনা আক্রমণ ভারতের রক্ষণে আছড়ে পড়লেও ঠান্ডা মাথায় তা রুখে দিয়েছেন সন্দেশ ব্রিগ্রেড। দল যে জেতার জেদ, দায়বদ্ধতা, ও আবেগের পরিচয় রেখেছে তাঁর জন্য গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন নেতা।

অভিষেক যাদব

ভারতের এই প্রাক্তন ফুটবলারটি বর্তমানে ভারতীয় দলের ডিরেক্টর। দলের খেলা মুগ্ধ করেছে তাঁকেও। তিনি ভারতীয়দের লড়াইকে সাধুবাদ দিয়েছেন। বলেছেন, এভাবেই লড়াই চালিয়ে যাও। এভাবেই উপরে উঠতে থাক।

ম্য়াচের অন্যতম নায়ক গুরপ্রীত

ভারতের তিন কাঠির নিচে গুরপ্রীত সিং সান্ধুর খেলা সবাইকে মুগ্ধ করেছে। বেশ কয়েকটি ক্ষেত্রে তিনি একেবারে একক দক্ষতায় দলের পতন রোধ করেছেন। কিন্তু এই ভারতীয় দল ব্যক্তি নয়, দলে বিশ্বাসী। তারই প্রমাণ রাখলেন গুরপ্রীত। ম্যাচের পর তাঁর মুখে শুধউই দলের কথা। তিনি জানিয়েছএন ক্লিন শিট রাখতে পেরে তিনি দারুণ খুশি। কিন্তু এর দন্য তিনি সতীর্থদের ধন্যবাদ দিয়েছেন। জানিছেন তাঁরা হৃদয় উজার করে না খেললে এটা সম্ভব হত না।

English summary
The reactions of footballers after India vs China FIFA friendly match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X