For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফাঁকা গ্যালারিতে ফুটবলারদের কুৎসিত চেহারা ফাঁস হবে, সুনীল ছেত্রীর স্বীকারোক্তি

ফাঁকা গ্যালারিতে ফুটবলারদের কুৎসিত চেহারা ফাঁস হবে, সুনীল ছেত্রীর স্বীকারোক্তি

  • |
Google Oneindia Bengali News

করোনা ধাক্কায় ভারতে বন্ধ ফুটবল। খেলার দুনিয়ার সব প্রতিযোগিতাই ভারতে এখন বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে আগামী দিনে ফুটবল শুরু হলে ক্লোজড ডোর হতে চলেছে। আর রুদ্ধদ্বার ফুটবলম্যাচ, ভারতীয় ফুটবলকে ভয়ংকর পরিস্থিতিতে ঠেলে দিতে পারে বলে মনে করছেন দেশের অধিনায়ক সুনীল ছেত্রী।

ক্লোজড ডোর নিয়ে সুনীল ছেত্রী যা বললেন

ক্লোজড ডোর নিয়ে সুনীল ছেত্রী যা বললেন

একটি অনলাইন আড্ডায় ভারতীয় ফুটবল টিমের ক্যাপ্টেন বলেছেন ক্লোজ ডোর নিয়ে নিজের মত প্রকাশ করেছেন। ভারতে ক্লোজড ডোর ম্যাচ হলে ফুটবলারদের কুৎসিত চেহারাটা বেরিয়ে পড়বে মনে করছেন ছেত্রী।

ফুলবলারদের পরীক্ষা

ফুলবলারদের পরীক্ষা

মেজাজ হারিয়ে মাঠে ফুটবলারদের গালাগাল দিতে দেখা যায়। দলের স্বার্থে আবেগের বসে অনেক সময় ফুটবলাররা রেফারিকে আক্রমণাত্মক কিছু বলে বসেন, সেই কথা ভিডিওতে মেনে নিয়েছেন সুনীল ছেত্রী।

ফুটবলারদের সম্পর্কে কেন খারাপ ধারণা তৈরি হতে চলেছে

ফুটবলারদের সম্পর্কে কেন খারাপ ধারণা তৈরি হতে চলেছে

গ্যালারিতে দর্শকদের চিৎকারে ফুটবলারদের মুখ থেকে বেরোনো খারাপ মন্তব্য চাপা পড়ে যায় বলে সুনীল মন্তব্য করেন। কিন্তু এখন ফাঁকা মাঠে খেলা হলে সেই শব্দ ক্যামেরার রেকর্ডিংয়ে অবশ্যই ধরা পড়বে মনে করছেন সুনীল। টিভির দর্শকরা ফুটবলারদের এই আচরণ টের পাবেন, এতে ফুটবলারদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি হতে চলেছে, মনে করছেন ছেত্রী।

ফাঁকা মাঠে ফুটবলই ভবিষ্যৎ

ফাঁকা মাঠে ফুটবলই ভবিষ্যৎ

সুনীল আরও বলেন, 'আশা করি ইউরোপের মতো ভারতেও একদিন ফাঁকা গ্যালারিতে ফুটবল শুরু হবে। সে দিন ভারতীয় ফুটবলারদের চরম পরীক্ষার দিন।'

সুনীলের আড্ডায় কারা অতিথি

সুনীলের আড্ডায় কারা অতিথি

সুনীল এর আগে দেশের প্রাক্তন ফুটবলার আই এম বিজয়ন, ভারতীয় দলের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির সাক্ষাৎকার নিয়েছেন। এবার অনলাইনে পিভি সিন্ধু, শুটার অঞ্জুম মদগিল, দুই প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় ও জাহির খানের সঙ্গে জমাটি আড্ডা দিলেন ছেত্রী।

English summary
Indian Football captain Sunil chetri thinks tough time for footballers in closed door football
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X