For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ: ওমানের কাছে ১ গোলের ব্যবধানে হার ভারতের

হতশ্রী পারফর্ম্যান্স, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে আরও একটি হার ভারতের। এদিন মাস্কাটে ২০২২ ফিফা বিশ্বকাপ কাপের এশিয়ান কোয়ালিফায়ার্স ম্যাচে অ্যাওয়ে ম্যাচে ওমানের কাছে ০-১ গোলে হারল সুনীলরা

  • |
Google Oneindia Bengali News

হতশ্রী পারফর্ম্যান্স, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে আরও একটি হার ভারতের। এদিন মাস্কাটে ২০২২ ফিফা বিশ্বকাপ কাপের এশিয়ান কোয়ালিফায়ার্স ম্যাচে অ্যাওয়ে ম্যাচে ওমানের কাছে ০-১ গোলে হেরে বসল সুনীল অ্যান্ড কোম্পানি।

২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ: ওমানের কাছে ১ গোলের ব্যবধানে হার ভারতের

এর আগে প্রথম পর্বের ম্যাচে সেপ্টেম্বরে ওমানের বিরুদ্ধে ঘরের মাঠে ১-২ গোলে ম্যাচ হেরেছিল ব্লু-ব্রিগেড।

এদিন মাস্কাটে ম্যাচ হারের পর যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে ই গ্রুপে ৫ ম্যাচ খেলে একটি ম্যাচেও ব্লু টাইগার্স জিততে পারেনি। ভারত ৩ ম্যাচ ড্র ও ২ ম্যাচ হেরেছে।

ম্যাচের প্রথমার্ধে এদিন ভারতের দুর্বল ডিফেন্সের ভুলে ৩৩ মিনিটে গুরপ্রীতকে প্রতিহত করে বল জালে জড়িয়ে ওমানকে এগিয়ে দেন মুহসেন। ম্যাচে দুই দল এরপর আর গোলের দেখা পায়নি। ম্যাচ জিতে ৫ ম্যাচে ১২ পয়েন্টে পৌঁছল ওমান। অন্যদিকে ৫ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরেই রইল ভারত। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে আফগানিস্তান।

একনজরে বিশ্বকাপের যোগ্যাতা অর্জন পর্বের ম্যাচে ভারতের পারফর্ম্যান্স

বিশ্বকাপের যোগ্যাতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ ওমানের কাছে ২-১ গোলে হারে ভারত।এরপর কাতারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ০-০ গোলে ড্র।অসুস্থ থাকায় সুনীল খেলতে না পারলেও পুরো দল তাঁর অভাব ঢেকে দিয়েছিল। তেকাঠিতে অপ্রতিরোদ্ধ ছিলেন গুরপ্রীত সিং সাধু।

পরে ঘরের মাঠে বাংলাদেশ ও অ্যাওয়ে ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ১-১ স্কোরলাইনে ম্যাচ ড্র করেন সুনীলরা।

ফিরতি পর্বের ম্যাচে অ্যাওয়ে লড়াইয়ে নেম ফের ওমানের কাছে হারল ভারত। এখনও ঘরের মাঠে কাতার, অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ ও হোম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ফিরতি পর্বের ম্যাচ খেলবে ব্লু-টাইগার্স।

English summary
indian football team lost to oman in fifa world cup 2022 qualifiers away match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X