For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুক্রবার স্পোর্টস ধামাকা, ২ ওয়ার্ল্ড কাপ ম্যাচ আর টি-২০-র লড়াই, লাইভ আপডেট মিলবে এখানে

শুক্রবার ট্রিপল ধামাকা। একদিকে টি-২০ যুদ্ধে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। আর ঠিক সেই সময়ই ফুটবল বিশ্বযুদ্ধের শেষ আটের লড়াইয়ে মাতবে বিশ্ব।

  • By Staff
  • |
Google Oneindia Bengali News

শুক্রবার ট্রিপল ধামাকা। একদিকে টি-২০ যুদ্ধে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। আর ঠিক সেই সময়ই ফুটবল বিশ্বযুদ্ধের শেষ আটের লড়াইয়ে মাতবে বিশ্ব। শুক্রবার সন্ধ্যা ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম যুদ্ধ শুরু। এই ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে ও ফ্রান্স। এই খেলা শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে ক্রিকেট যুদ্ধ। কার্ডিফের সোফিয়া গার্ডেনে টি-২০-র মহারণে ইংল্যান্ডের মুখোমুখি হবে বিরাট কোহালি অ্যান্ত কোং। এই ম্যাচে যখন প্রায় শেষ পর্যায়ে ঠিক তখনই ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও বেলজিয়াম।

একসঙ্গে মজে যান বিশ্বকাপ ও ক্রিকেটের মহাযুদ্ধে, যার মজা দেব

ফুটবল-ক্রিকেটের এমন পিঠোপিঠি লড়াই খুব একটা দেখা যায় না। তাই শুক্রবারের বলতে গেলে স্পোর্টস ধামাকার দিন। এমন এক দিন যে দিন খেলা পাগল ভারতীয়রা মজে যেতে পারেন ক্রিকেট আর ফুটবলের একের পর এক লড়াই দেখতে। খেলা উন্মাদনার এই আবহে পা-মিলিয়েছে মাইখেল বাংলাও। ফুটবল বিশ্বকাপের লাইভ আপডেট থেকে প্রি-ম্যাচ বিশ্লেষণ, ম্যাচ রিপোর্ট তো থাকছেই, সেই সঙ্গে বিরাট কোহলি এবং তাঁর ছেলেরা কার্ডিফের মাঠে কী ভাবে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে তারও পুঙ্খনাপুঙ্খ আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবে মাইখেল বাংলা। তাই ক্রিকেট ও ফুটবলের এই জোড়া ভুরিভোজে আপনাদের কাছে খবরের সব আপডেট পৌঁছবে মাইখেল বাংলার হাত ধরে। সুতরাং অবশ্যই ক্লিক করতে থাকুন bengali.oneindia.com-এ, অথবা লগ-অন হয়ে থাকুন মাইখেল বাংলার ফেসবুক, টুইটার অথবা জি-প্লাস পেজে।

English summary
6th June is the most busiest Friday in the history of Sports. And India will involve on this very special day. 2 FIFA world Cup quarterfinal matches and T-20 duel between India and England are going to happen on this day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X