For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনাকালে ৪ ঘন্টায় ভাইরাস ধ্বংস করতে সক্ষম এমন তোষকে ঘুমোচ্ছেন মেসি ও তাঁর পরিবার

করোনাকালে ৪ ঘন্টায় ভাইরাস ধ্বংস করতে সক্ষম এমন তোষকে ঘুমোচ্ছেন মেসি ও তাঁর পরিবার

  • |
Google Oneindia Bengali News

করোনা আটকাতে চাতক পাখির মতো ভ্যাকসিনের দিকে তাকিয়ে বিশ্ববাসী। সামাজিক দূরত্ব বিধি মেনে চলা থেকে মাস্ক ব্যাবহারেও সংক্রমণ রোখা যাচ্ছে না। প্রতিদিনই বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশ্বে কোভিড সংক্রমিতের সংখ্যা এখন ২ কোটি ২৭ লক্ষ ছাড়িয়েছে। সংকটের এই পরিস্থিতিতে এবার করোনা প্রতিরোধে উঠে এল চাঞ্চল্যতর তথ্য।

করোনা প্রতিরোধকারী তোষকে ঘুমচ্ছেন মেসি

করোনা প্রতিরোধকারী তোষকে ঘুমচ্ছেন মেসি

স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিশেষভাবে তৈরি করা তোষকে ঘুমচ্ছেন আর্জেন্তাইন তারকা লিওনেল মেসি। এই তোষক নাকি করোনা ভাইরাস প্রতিরোধে সক্ষম।

ভাইরাস নিষ্ক্রীয় করতে পারে তোষক

ভাইরাস নিষ্ক্রীয় করতে পারে তোষক

মেসি ও তার পরিবার এই মুহূর্তে যে বিশেষভাবে তৈরি তোষকে ঘুমাচ্ছেন, সেটির ভাইরাস নিষ্ক্রীয় করার ক্ষমতা ৯৯.৮৪ শতাংশ। তোষকটি করোনা কোভিড ১৯ থেকে শুরু করে অন্য ভাইরাগুলিও ধ্বংস করতে সক্ষম। মেসির কেনা তোষেকে ভাইরাস প্রতিরোধব্যবস্থার নাম 'ভাইরাক্লিন'

৪ ঘন্টায় ভাইরাস মারবে ঐ তোষক

৪ ঘন্টায় ভাইরাস মারবে ঐ তোষক

উৎপাদনকারী সংস্থার দাবি অত্যন্ত সূক্ষ্ম কণা দিয়ে তৈরি সুতা দিয়ে ঐ তোষক তৈরি। যা সর্বোচ্চ ৪ ঘণ্টার মধ্যে ভাইরাস ধ্বংস করতে সক্ষম। জানা গিয়েছে উৎপাদন সংস্থার পক্ষ থেকেই অভিনব এই তোষকটি মেসিকে উপহার দেওয়া হয়েছে।

বন্ধুকে এই তোষক ব্যবার করতে বলেছেন মেসি

বন্ধুকে এই তোষক ব্যবার করতে বলেছেন মেসি

মেসি শুধু নিজের জন্যেই নয় পুরো পরিবারকে করোনাকালে নিরাপদে রাখতে এমন তোষক সংগ্রহ করেছেন। সেই সঙ্গে আর্জেন্তিনা দলে তাঁর সতীর্থ আগুয়েরোকেও অভিনব তোষক ব্যবহারের সুপারিশ করেছেন মেসি।

শরীর থেকেও নাকি কোভিড নিশ্চিহ্ন করে দেবে তোষক

শরীর থেকেও নাকি কোভিড নিশ্চিহ্ন করে দেবে তোষক

হাইটেক তোষক নির্মাতা প্রতিষ্ঠান টেক মুন দাবি করেছে, করোনায় আক্রান্ত কেউ এতে ঘুমালে এটি কোভিড-১৯ ভাইরাস শরীর থেকে নিশ্চিহ্ন করে ফেলবে।

আইপিএল ২০২০ : কবে অনুশীলনে নামছেন এমএস ধোনি? জেনে নিন তারিখআইপিএল ২০২০ : কবে অনুশীলনে নামছেন এমএস ধোনি? জেনে নিন তারিখ

English summary
Lionel Messi sleeps on anti-coronavirus mattress to keep COVID-19 away
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X