For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩০ ঘন্টা বাসে! ১০ ঘন্টা বিমানে! বাড়ি ফিরে কি সারপ্রাইজ পেলেন মোহনবাগান ফুটবলার

৩০ ঘন্টা বাসে! ১০ ঘন্টা বিমানে! বাড়ি ফিরে কি সারপ্রাইজ পেলেন মোহনবাগান ফুটবলার

  • |
Google Oneindia Bengali News

অবশেষে ঘরে ফেরা। ম্যারাথন বিমানযাত্রার ধকল কাটিয়ে স্পেনে পৌঁছলেন মোহনবাগান-ইস্টবেঙ্গলের স্প্যানিশ ব্রিগেড। রবিবার সকালে কলকাতা থেকে যাত্রা শুরু করে বুধবার সন্ধ্যেয় স্পেন পৌঁছেছেন দুই ক্লাবের ফুটবলার ও সাপোর্ট স্টাফরা। করোনা লকডাউনের মাঝে দীর্ঘ বিমানযাত্রা শেষে পরিবারের কাছে ফিরে গিয়ে বিশেষ সারপ্রাইজ পেলেন মোহনবাগান ফুটবলার।

লকডাউনে আটকে ছিল মোহন-ইস্টের স্প্যানিশ ব্রিগেড

লকডাউনে আটকে ছিল মোহন-ইস্টের স্প্যানিশ ব্রিগেড

করোনার কারণে ভারতে ফুটবল স্থগিত হয়েছে। আই লিগে একাধিক ম্যাচ বাকি থাকলেও করোনা ধাক্কায় শেষপর্যন্ত দীর্ঘ স্থগিতের পর সেগুলি বাতিল করা হয়। এরপর দেশে ফেরার কোনও পরিস্থিতি তৈরি না হওয়ায় লকডাউনে আটকে ছিলেন বেইতিয়ারা। পরে স্প্যানিশ দূতাবাসের তরফ থেকে বেইতিয়া-কোলাডোদের দেশে ফেরানোর জন্য ব্যবস্থা করা হয়।

কলকাতা থেকে বাসে দিল্লি

কলকাতা থেকে বাসে দিল্লি

রবিবার দেশে ফিরতে কলকাতা থেকে দুই প্রধানের স্প্যানিশ ব্রিগেড দিল্লি রওনা দেয়। একই বাসে দুই প্রধান এই প্রথমবার কোনও গন্তব্যের উদ্দেশ্য রওনা দেয়। ক্লাবের প্রতিদ্বন্দ্বিতা ভুলে মোহন-ইস্ট ফুটবলারদের এভাবে একসঙ্গে ফিরতে দেখে তাঁদের শুভ যাত্রা কামনা করে ফ্যানেরা সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেন।

ম্যারাথন জার্নি শেষে সোমবার দিল্লি পৌঁছনো

ম্যারাথন জার্নি শেষে সোমবার দিল্লি পৌঁছনো

সড়কপথে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ফুটবলার-কোচ-সাপোর্ট স্টাফরা সোমবার দিল্লি পৌঁছন। সোমবার বিকেলে কিবু ভিকুনা- মারিও রিভেরাদের বিশেষ বাস দিল্লি পৌঁছন।বিহার, ঝাড়খন্ড, বেনারস, আগ্রা হয়ে সোমবার বিকেলে বাসে করে স্প্যানিশ ব্রিগেড দিল্লিতে পৌঁছয়।

দীর্ঘ বিমানযাত্রা

দীর্ঘ বিমানযাত্রা

মঙ্গলবার সকাল ৩টের বিমান প্রায় ৯ ঘন্টার যাত্রা করে ভারতীয় সময় ১২ টার পর দল আমস্টারডাম বিমানবন্দরে পৌঁছয়। সেখানে মঙ্গলবার কোচ-ফুটবলার-সার্পোট স্টাফরা স্থানীয় হোটেলে বিশ্রাম নেন।

বুধবার আমস্টারডাম থেকে মাদ্রিদ

বুধবার আমস্টারডাম থেকে মাদ্রিদ

বুধবার সকালে আমস্টারডাম বিমানবন্দর থেকে ফুটবলাররা মাদ্রিদের ফ্লাইট ওঠেন। ভারতীয় সময় দুপুর ৩টেতে স্পেনের রাজধানীতে পৌঁছে এরপর যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। প্রত্যেকেই বাড়ি ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন।

বাড়ি ফিরে সারপ্রাইজ পেলেন বাগান ফুটবলার

বাড়ি ফিরে সারপ্রাইজ পেলেন বাগান ফুটবলার

ফ্রাণ মোরান্তে মাদ্রিদ থেকে এরপর ট্রেনে করে কোরডোবায় নিজেদের বাড়িতে রওনা দেন। বাড়ি ফেরার পর পরিবারের পক্ষ থেকে সারপ্রাইজ পেয়ে অবাক ফ্রাণ মোরান্তে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন তিনি।

ফিরেই পোষ্যের আদর ও বান্ধবীর আলিঙ্গন উপহার পেলেন মোরান্তে

ফিরেই পোষ্যের আদর ও বান্ধবীর আলিঙ্গন উপহার পেলেন মোরান্তে

বাড়ি ফিরতেই রীতিমত চমকে যান মোরান্তে। বাড়িতে ঢুকতে দুই পোষ্য মোরান্তে উদ্দেশ্য ছুটে এসে আদর খায়। মোরান্তকে পেয়ে করোনা উদ্বেগে পরিবারের স্বস্তি ফিরেছে।

ভিডিও পোস্ট করে কী লিখলেন মোরান্তে

ভিডিওটি পোস্ট করে মোরান্তে লিখেছেন '৩০ ঘন্টা বাস, ১০ ঘন্টা বিমান ও ২ ঘন্টা ট্রেন যাত্রার পর বাড়ি ফিরলাম। পরিবার এভাবে চমকে দেওয়ায় দারুণ খুশি।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ শুক্রবার! বৈঠকে আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়াটি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ শুক্রবার! বৈঠকে আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়া

English summary
Mohun bagan Footballer Fran Morante share homecoming video after reaching spain from kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X