For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেইমারকে নিয়ে শাঁখের করাত পিএসজি-র, বিবৃতি দিতে হল চোট নিয়ে

নেইমারকে অস্ত্রোপচার করতে হবে বিবৃতি দিয়ে জানাল পিএসজি। অন্তত আট সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বিশ্বের সবচেয়ে বড় ট্রান্সফার মানি দিয়ে নেইমারকে কেনা অবধি বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না পিএসজি-র। নেইমারের চোট নিয়ে এবার অফিসিয়াল বিবৃতি দিতে হল প্যারিস সেন্ট জার্মেইনকে।

নেইমারকে নিয়ে শাঁখের করাত পিএসজি-র, বিবৃতি দিতে হল চোট নিয়ে

রবিবার ফরাসি লিগের ম্যাচে ৩-১ গোলে মার্সেইয়ের বিরুদ্ধে জিতলেও মাঠেই বড় চোট পান নেইমার। স্ট্রেচারে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয় তাঁকে । পিএসজি-র পক্ষ থেকে বস উনাই এমেরি অবশ্য শুরুতে আশাবাদী ছিলেন যে নেইমারের চোট হয়ত গুরুতর নয়। একদিন আগে জানা গিয়েছিল ৬ থেকে ৮ সপ্তাহ নেইমারকে মাঠের বাইরে থাকতে হবে। কিন্তু এবার জানা গেল অস্ত্রোপচার ছাড়া গতি নেই ব্রাজিলিয়ান তারকার।

সামনের সপ্তাহে মহা এনকাউন্টারে রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলা রয়েছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের ম্যাচে হারার পর হোম ম্যাচে একটা বড় বদলার সুযোগ ছিল। কিন্তু সেটা বড় ধাক্কা লাগল নেইমারের এই চোটে। অস্ত্রোপচারের পর আট সপ্তাহ লাগবে নেইমারের মাঠে ফিরতে।

নেইমারকে নিয়ে শাঁখের করাত পিএসজি-র, বিবৃতি দিতে হল চোট নিয়ে

ক্লাবের পক্ষ থেকে জারি করা স্টেটমেন্টে তিনি জানিয়েছেন, 'নেইমারের সঙ্গে কথা বলার পর জানা গেছে ও নিজের অস্ত্রোপচার করাতে এই সপ্তাহের শেষেই হাসপাতালে যাবে। ব্রাজিল জাতীয় দল ও প্যারিস সেন্ট জার্মেইনের যৌথ মেডিক্যাল টিম এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। '

এছাড়াও আরও জানানো হয়েছে নেইমারের অস্ত্রোপচার করবেন রডরিগো লাসমার পিএসজি -র পক্ষ থেকে অপারেশনের দলে থাকবেন প্রফেসার সাইলান্ট।

তবে রিয়ালের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ম্যাচে নেইমার না থাকলেও দলের কোনো অসুবিধা হবে না মনে করছে প্যারিস সেন্ট জার্মেইনের থিঙ্কট্যাঙ্ক।

English summary
Neymar will undergo a surgery confirms PSG in a official statement.Neymar will be out of action for 8 weeks.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X