For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেলজিয়ামের বিরুদ্ধেই শেষ হ্যাটট্রিক ছিল পেলের, সেই ম্যাচের আরও এক স্মরণীয় ঘটনা জানেন কি

বেলজিয়ামের বিরুদ্ধেই শেষ হ্যাটট্রিক ছিল পেলের, সেই ম্যাচের আরও এক স্মরণীয় ঘটনা জানেন কি

  • |
Google Oneindia Bengali News

ফুটবল সম্রাট পেলে ব্রাজিলের হয়ে খেললেও সারা পৃথিবীর ফুটবল প্রেমীদের কাছে স্বপ্নের নায়ক। একমাত্র খেলোয়াড় যিনি তিনবার বিশ্বকাপ জিতেছেন। আর কোনও খেলোয়াড়ের সেই কৃতিত্ব নেই। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য পেলে।

বেলজিয়ামের বিরুদ্ধেই শেষ হ্যাটট্রিক ছিল পেলের, সেই ম্যাচের আরও এক স্মরণীয় ঘটনা জানেন কি

শুক্রবার কাজান এরেনা স্টেডিয়ামে বেলজিয়ামের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে ব্রাজিল। শক্তিশালী বেলজিয়াম এই টুর্নামেন্টের কালো ঘোড়া। এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকুরা নেইমার, কুটিনহোদের যথেষ্ট বেগ দিতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে পেলের জমানায় বেলজিয়ামকে ছেলেখেলা করে হারিয়েছিল ব্রাজিল। সাম্বা বাহিনীর হয়ে নিজের কেরিয়ারের সপ্তম তথা শেষ হ্যাটট্রিক পেলে করেন এই বেলজিয়ামের বিরুদ্ধেই।

১৯৬৫ সালে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে সেই ফ্রেন্ডলি ম্যাচে পেলে বাই সাইকেল কিকে গোল করেন যেটিকে এই ধরনের গোল করার ক্ষেত্রে মডেল শট হিসাবে আজও ব্যাখ্যা করা হয়। শূন্যে শরীর তুলে ভাসমান অবস্থায় পেলের সেই বাই সাইকেল কিক আজও অমর হয়ে রয়েছে।

ব্রাজিল সেই ম্যাচে ৫-০ গোলে বেলজিয়ামকে হারায়। ম্যাচে পেলের হ্যাটট্রিক ছাড়াও ফ্লাবিও ও রিনাল্ডো একটি করে গোল করে দলের জয়ে অবদান রাখেন। কোনও প্রতিরোধই বেলজিয়াম গড়ে তুলতে না পেরে অসহায় আত্মসমর্পণ করে।

English summary

 Pele scored last hat-trick for Brazil in a friendly against Belgium at the Maracana in 1965
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X