For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ধাক্কায় লিগ বাতিল, নেইমাররা কি ট্রফি জয়ের হ্যাটট্রিক করতে পারছেন?

করোনা ধাক্কায় লিগ বাতিল, নেইমাররা কি ট্রফি জয়ের হ্যাটট্রিক করতে পারছেন?

  • |
Google Oneindia Bengali News

করোনা ধক্কায় ফ্রান্সে লিগ ওয়ারেন স্থগিত সব ম্যাচ বাতিল। ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপে মে মাসে দেশে ফুটবল প্রতিযোগিতা শুরু করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই দেশে এখন পেশাদার ফুটবল আয়োজন ঝুঁকিপূর্ণ মনে করছেন তিনি। যেকারণে ঘরোয়া লিগ থেকে শুরু করে সব ধরনের ক্রীড়া ইভেন্ট বাতিল করা হয়েছে। যারপর লিগ ওয়ানে শীর্ষে থাকায় এই অবস্থায় নেইমারদের লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে কিনা সেই নিয়ে জল্পনা চলছিল।

ফ্রান্সে কবে উঠবে লকডাউন

ফ্রান্সে কবে উঠবে লকডাউন

প্রধানমন্ত্রী জানিয়েছেন ফ্রান্সে লকডাউনের মেয়াদ ১১ মে পর্যন্ত ধার্য করা হয়েছে। ভাইরাসের সংক্রমে দেশের সার্বিক ছবির উপরই এরপর লকডাউন উঠবে কিনা, তা নির্ভর করছে।

ফ্রান্সে এই মরসুমে কি আর ফুটবল ফিরছে

ফ্রান্সে এই মরসুমে কি আর ফুটবল ফিরছে

লকডাউন শিথিল করা হলেও ফ্রান্সের মাঠে এখনই ফুটবল ফিরছে না। ফ্রান্সের প্রধানন্ত্রী ২০১৯-২০ মরশুমের সব খেলা বাতিল ঘোষণা করে দিয়েছেন। ফলে এই ফুটবল মরসুমে আর নেইমারদের মাঠে নামতে দেখা যাবে না।

লিগের পয়েন্ট টেবিলে অবস্থান কী

লিগের পয়েন্ট টেবিলে অবস্থান কী

লিগ স্থগিত হওয়ার আগে নেইমার-এমবাপের প্যারিস সেইন্ট জার্মেইন ২৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ছিল। এক ম্যাচ বেশি খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল অলিম্পিক মার্শেই।

ফ্রান্সে কবে থেকে বন্ধ ফুটবল

ফ্রান্সে কবে থেকে বন্ধ ফুটবল

গত ১৩ মার্চ করোনাভাইরাসের কারণে ফ্রান্সে সবধরণের খেলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়। ফ্রান্স ফুটবল ফেডারেশন করোনা প্রকোট থেকে মুক্তির পর ১৭ জুন থেকে থমকে থাকা ফুটবল লিগ ফের শুরু করার পক্ষে ছিল। যা ২৫ জুলাই শেষ করা নিয়ে পরিকল্পনা তৈরি করা হয়। প্রধানমন্ত্রী অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন। ফলে এখন লিগের বাকি ম্যাচ বাতিল।

লিগ ওয়ান চ্যাম্পিয়ন কে

লিগ ওয়ান চ্যাম্পিয়ন কে

এই পরিস্থিতিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার জন্য লিগ ওয়ান কর্তৃপক্ষ পিএসজিকে লিগ ওয়ান চ্যাম্পিয়ন ঘোষণা করতে চলেছে। কোনও দল অবনমনে পড়বে কিনা, কর্তৃপক্ষ এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।

টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন

টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন

এবারের শিরোপা নিয়ে টানা তৃতীয়বারের মতো লিগ ওয়ানের মুকুট জয় করবে পিএসজি। শেষ ১০ বছরে এই নিয়ে সপ্তমবার পিএসজি চ্যাম্পিয়ন হতে চলেছে।

English summary
PSG to be crowned Ligue 1 champion after season finish due to CoronaVirus Pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X