For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বই-ম্যাঞ্চেস্টার যোগ, ক্লাবকে এশিয়া সেরা করার স্বপ্ন রণবীরের, ভারতকে বিশ্বকাপে দেখতে চান নীতা

ভারতীয় ফুটবলে নতুন যুগ। আইএসএলের ক্লাব মুম্বই সিটি এফসির মালিকানা কিনল ম্যাঞ্চেস্টার সিটি ক্লাবের মালিক গোষ্ঠী। এদিন ভারতীয় ক্লাবের পক্ষ থেকে নতুন চুক্তির কথা জানানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ফুটবলে নতুন যুগ। আইএসএলের ক্লাব মুম্বই সিটি এফসির মালিকানা কিনল ম্যাঞ্চেস্টার সিটি ক্লাবের মালিক গোষ্ঠী। এদিন ভারতীয় ক্লাবের পক্ষ থেকে নতুন চুক্তির কথা জানানো হয়েছে।

মুম্বই-ম্যাঞ্চেস্টার যোগ, ক্লাবকে এশিয়া সেরা করার স্বপ্ন রণবীরের, ভারতকে বিশ্বকাপে দেখতে চান নীতা

মুম্বই সিটি এফসির ৬৫ শতাংশের অংশীদারিত্ব কিনল সিটি এফসি গ্রুপ। প্রসঙ্গত এই গ্রুপই ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক। এই ডিল সম্পূর্ণ হতে ভিডিও বার্তায় নিজের দলকে শুভেচ্ছা জানিয়েছেন রণবীর কাপুর।

সেই সঙ্গে এদিন মুম্বইকে এশিয়া সেরা ক্লাব করার শপথ নিলেন রণবীর। উল্লেখ্য মুম্বই সিটি এফসি ক্লাবের বাকি ৩৫ শতাংশের মালিকানায় বলিউড সুপারস্টার রনবীর কাপুর ও বিমল পারেক রইলেন।ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিকগোষ্ঠীর এই বিনিয়োগ ভারতীয় ফুটবলের মানচিত্র পরিবর্তন করে দেবে বলে মনে করছেন মুম্বই সিটি ক্লাবের অন্যতম প্রধান বলিউডের এই কর্ণধার।

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FIndianSuperLeague%2Fvideos%2F2688128714608547%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

এদিন রণবীর বলেন, 'পুরো বিষয়টা নিয়ে আমি দারুণভাবে উচ্ছ্বসিত। এবার মুম্বই ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। এশিয়ার সেরা ক্লাবে পরিণত করার স্বপ্ন দেখছি।' মুম্বইয়ে এদিন আনুষ্ঠানিক ঘোষণায় ফুটবল স্পোর্টস ডেভালপমেন্ট লিমিটেড ও রিয়ালেন্স ফাউন্ডেশনের চেয়ার পার্সেন নীতা আম্বানিও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নীতা আম্বানি বলেন, 'এটা ভারতীয় ফুটবলে বড় বিপ্লব।' সেই সঙ্গে নীতা আম্বানি আরও বলেন, 'ভারতীয় ফুটবল আরও এগিয়ে চলুক এই স্বপ্নই দেখি। জীবনে অন্তত একবার ভারতকে সিনিয়র ফুটবল বিশ্বকাপে খেলতে দেখতে চাই।'

English summary
Ranbir Kapoor say dream to make Mumbai City FC the best club in Asia&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X