For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঠে থুথু ফেললেই কড়া শাস্তি, ফুটবলারদের সাবধানবাণী এফএ-এর

মাঠে থুথু ফেললেই কড়া শাস্তি, ফুটবলারদের সাবধানবাণী এফএ-এর

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহেই শেষ হয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রায় তিরিশ বছর পর খেতাব জিতেছে লিভারপুল। মারণ ভাইরাসের প্রভাব নিয়ন্ত্রণে না এলেও এরই মধ্যে আগামী মরশুমের পরিকল্পনা ফেঁদে ফেলেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন বা এফএ। তারই অংশ হিসেবে তারা করোনা ভাইরাসের বিধি ভঙ্গে ফুটবলারদের জন্য কড়া শাস্তির বিধান দিতে চলেছে।

মাঠে থুথু ফেললেই কড়া শাস্তি, ফুটবলারদের সাবধানবাণী এফএ-এর

করোনা ভাইরাসের আবহে আগামী মরশুমের ফুটবল লিগ চালু করার আগে সুরক্ষা কবচ এবং নিয়ম আরও আঁটোসাঁটো করতে চলেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন বা এফএ। সামাজিক দুরত্ব বজায় রাখার পাশাপাশি মাঠ ইচ্ছাকৃত থুথু ফেলার অভ্যাস পরিবর্তন করতে উঠেপড়ে লেগেছে এফএ। বলা হয়েছে কোনও ফুটবলার এই কাজ করলে, তাঁকে অপরাধের গুরুত্ব বুঝে হলুদ কিংবা লাল কার্ড দেখানো হবে। মাঠের রেফারিকে এ ব্যাপারে সদা সতর্ক হওয়ার নির্দেশ দিতে পারে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

বিশ্বব্যাপী এক কোটি আশি হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় সাত লক্ষ মানুষ। সেরে উঠেছেন এক কোটি পনেরো লক্ষ মানুষ। ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা তিল লক্ষ পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ৪৬ হাজারেরও বেশি মানুষ। তবু তারই মধ্যে সে দেশে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন।

৩৬-এ পা সুনীল ছেত্রীর, জন্মদিনে অনন্য সম্মান জিতলেন ভারত অধিনায়ক৩৬-এ পা সুনীল ছেত্রীর, জন্মদিনে অনন্য সম্মান জিতলেন ভারত অধিনায়ক

English summary
Red cards for deliberate coughing in Premier League amid coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X