For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের রিয়াল বনাম বার্সা যুদ্ধে এবার শেষ হাসি হাসছেন রিয়াল তারকারই, তবে কি...

যে যার মতো ব্যাখ্যা করছেন এই ম্যাচকে। কেউ বলছেন বিশ্বকাপের এল ক্ল্যাসিকো, কেউ বলছেন রোনাল্ডো-সুয়ারেজ দ্বৈরথ। আসলে এই ম্যাচ বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে বনাম পর্তুগালের।

Google Oneindia Bengali News

যে যার মতো ব্যাখ্যা করছেন এই ম্যাচকে। কেউ বলছেন বিশ্বকাপের এল ক্ল্যাসিকো, কেউ বলছেন রোনাল্ডো-সুয়ারেজ দ্বৈরথ। আসলে এই ম্যাচ বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে বনাম পর্তুগালের। দুই দলের ২২ জন ফুটবলার লড়াই নামবেন নিজেদের দেশকে পরবর্তী পর্যায়ে উন্নীত করতে। একদল হাসবে, আর একদল কাঁদবে। এটাই নক আউটের নিয়ম।

বিশ্বকাপের রিয়াল বনাম বার্সা যুদ্ধ

বিশ্বকাপের নক আউট পর্ব শুরু হওয়ার পর প্রত্যেকদিনই চলবে এই হাসি-কান্নার পালা। সেই নিরিখে এদিন বিশ্বকাপ থেকে বিদায় নিতে হচ্ছেই লুই সুয়ারেজ, নতুবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। মোট কথা নক্ষত্র পতন অনিবার্য। এ ম্যাচ বিশ্বকাপের এল ক্ল্যাসিকো না হলেও, রিয়াল মহাতারকার সঙ্গে বার্সার মহাতারকার লড়াই তো বলতেই হবে।

রিয়াল বনাম বার্সার দৃষ্টিকোণ থেকে দেখলে এবার কিন্তু দ্বৈরথে শেষ হাসি হাসছেন রিয়াল তারকারাই। অন্তত দুটি ক্ষেত্রে তা-ই ঘটেছে। ম্যাচের ফল বার্সেলোনা তারকার দিকে যায়নি। যেমন স্পেন বনাম পর্তুগাল ম্যাচে শেষ হাসি হেসেছেন রোনাল্ডোই, আন্দ্রে ইনিয়েস্তা পারেননি। আবার ক্রোয়েশিয়া বনাম আর্জেন্তিনা ম্যাচে শেষ হাসি হেসেছেন মড্রিচ, বার্সেলোনার মেসি পারেননি।

তেমনই কি উরুগুয়ে বনাম পর্তুগাল ম্যাচে শেষ হাসি হাসবেন সি আর সেভেনই। নাকি এবার পাশা উল্টে যাবে। রিয়াল মাদ্রিদ-তারকাকে পাল্টা দেবেন সুয়ারেজ। সেই প্রশ্নই উঠছে, কে জিতবেন উরুগুয়ে বনাম পর্তুগাল ম্যাচে? রোনাল্ডে না সুয়ারেজ? এল এস নাইন কি মাত দিতে পারবেন সিআরআর সেভেনকে? নাকি রোনাল্ডোই তারকা-যুদ্ধে বাজিমাত করে যাবেন? তবে এটা বলতেই হবে যে একা রোনাল্ডোর জন্যই এদিন উরুগুয়ের বিরুদ্ধে এগিয়ে রয়েছে পর্তুগাল।

এই লড়াইয়ের রেজাল্ট পেতে আর এক রাতের অপেক্ষা। ফল যাই হোক, এদিন বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন যে কোনও এক মহাতারকা। হয় রোনাল্ডো, নয় সুয়ারেজ টিকে থাকবেন বিশ্বকাপে। শনিবারের রাতের পর এক তারকাকে বিশ্বকাপ হারাতে চলেছে। এমন আরও মহাপতন স্রেফ সময়ের অপেক্ষা হয়ে রয়েছে বিশ্বকাপের আঙিনায়।

English summary
Ronaldo vs Suarez in the pre-quarter final match of Fifa World cup 2018, who will laugh last smile? What is prrsent situation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X