For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ শেষ মিশরের! ‘বিদায়ী’ ম্যাচে সালাহর প্রাপ্তি শুধু ভিএআর-এর পেনাল্টি গোল

সালাহর বিশ্বকাপ শেষ হয়ে গেল। এক ম্যাচ ডাগ আউটে বসে। আর একটি ম্যাচে টপ ফর্মের রাশিয়ার কাছে হেরে কার্যত বিদায় হয়ে গেল মিশরের।

Google Oneindia Bengali News

সালাহর বিশ্বকাপ শেষ হয়ে গেল। এক ম্যাচ ডাগ আউটে বসে। আর একটি ম্যাচে টপ ফর্মের রাশিয়ার কাছে হেরে বিদায় হয়ে গেল মিশরের। রাশিয়ার টিম স্পিরিটের কাছে সালাহর একক প্রয়াস মার খেয়ে গেল। দ্বিতীয়ার্ধে মাত্র ১৫ মিনিটের ঝড়ে তিন গোলে রাশিয়ার এগিয়ে যাওয়াতেই মিশরের সব লড়াই শেষ হয়ে গেল।

‘বিদায়ী’ ম্যাচে সালাহর প্রাপ্তি শুধু ভিএআর-এর পেনাল্টি গোল

সালাহ চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি গোলের ঠিকানা খুঁজে পাননি। তাঁর একমাত্র গোল ভিএআর-এ পাওয়া পেনাল্টি থেকে। তখন দল হারছে তিন গোলে। কার্যত সব আশাই তখন শেষ। তবু ম্যাচের যেহেতু তখনও ২০ মিনিট নির্ধারিত সময় বাকি, একটু মনে আশা ছিল। পেনাল্টিতে ব্যবধান কমিয়েও ছিলেন তিনি। কিন্তু ওই পেনাল্টি ছাড়া আর গোলের মুখ খুলতে পারেননি সালাহ-রা।

তাই সৌদি আরবের বিরুদ্ধে পাঁচ গোলে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করা হোম টিম রাশিয়ার বিরুদ্ধে ১-৩ গোলে পর্যুদস্ত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া একেবারে পাকা করে ফেলল মিশর। একইসঙ্গে রাশিয়া চলে গেল নক আউট পর্বে। প্রথম দল হিসেবে নক আউটে স্থান করে নিল রাশিয়া। সাত বারের আফ্রিকান চ্যাম্পিয়নরা দুটি ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার দিনে রাশিয়ার পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করে নেওয়ায় আনন্দে আত্মহারা সমর্থকরা।

এদিন দ্বিতীয়ার্ধের শুরুতে আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পরই রাশিয়া ঝড় তোলে। সেই ঝড়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে মিশর। ৪৭ থেকে ৬২ মিনিটের মধ্যে তিন গোলে পিছিয়ে পড়ার পর আর খেলায় ফিরে আসতে পারল না সালাহরা। ভিএআর সিস্টেমে পাওয়া পেনাল্টি গোলই রাশিয়া বিশ্বকাপে প্রাপ্তি হয়ে থাকল ব্যালন ডিওর লড়াইয়ে থাকা এই ফুটবলারের।

English summary
Salah’a Egypt ends world cup hope to lose against Russia. Egypt loses two consecutive matches of Fifa World cup 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X