For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে সিআর সেভেন বনাম এলএস নাইন- কে কতটা তৈরি, পরিসংখ্যান একনজরে

দ্বৈরথ লা লিগায় হতে পারে, বিশ্বকাপে নয়। এ আমার দেশের লড়াই। সেই লড়াইয়ে নামার আগে দুই দলের প্রধান দুই অস্ত্র কতটা তৈরি?

Google Oneindia Bengali News

বিশ্ব ফুটবল প্রি-কোয়ার্টার ফাইনালের উরুগুয়ে বনাম পর্তুগাল ম্যাচকে রোনাল্ডো-সুয়ারেজ দ্বৈরথ বলে ব্যাখ্যা করলেও, সুয়ারেজ নিজে তা মানতে নারাজ। তিনি সটান বলে দিয়েছেন, দ্বৈরথ লা লিগায় হতে পারে, বিশ্বকাপে নয়। এ আমার দেশের লড়াই। সেই লড়াইয়ে নামার আগে দুই দলের প্রধান দুই অস্ত্র কতটা তৈরি, দেশের জার্সিতে তাঁরা এখন পর্যন্ত কতটুকু দিতে পেরেছেন, তাই দেখে নেওয়া যাক একনজরে।

সিআর সেভেন বনাম এলএস নাইন- কে কতটা তৈরি

এবার বিশ্বকাপে বেলজিয়াম ছাড়া একমাত্র উরুগুয়ে গ্রুপ পর্যায়ের তিনটি ম্যাচেই বিজয়ী হয়েছে। পক্ষান্তরে পর্তুগাল শেষ ম্যাচে ইরানের সঙ্গে ড্র করে নক আউট পর্বে উঠেছে। এই অবস্থায় মুখোমুখি হচ্ছে দুই দল। দুই দলের দুই প্রধানস্তম্ভ হলেন সুয়ারেজ ও রোনাল্ডো। সুয়ারেজ পাশে পাবেন কাভানির মতো খেলোয়াড়কে। সে অর্থে বড় কোনও নাম নেই রোনাল্ডোর পাশে। তবে রোনাল্ডো একাই একশো হয়ে উঠেছেন এই বিশ্বকাপে।

এখন পর্যন্ত বিশ্বকাপে সার্বিক লড়াইয়ে সাতটি করে গোল করেছেন সুয়ারেজ ও রোনাল্ডো। তবে নক আউটে এখনও পর্যন্ত কোনও গোল পাননি রোনাল্ডো ৪২৪ মিনিট খেলেছেন। কিন্তু গোল করতে পারেননি। সুয়ারেজ প্রি কোয়ার্টার ফাইনালে একবারই খেলেছেন। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে ২টি গোল করেছিলেন সুয়ারেজ।

সিআর সেভেন বনাম এলএস নাইন

তবে দেশের হয়ে গোল করার নিরিখে রোনাল্ডো অনেক এগিয়ে রয়েছেন। তিনি ১৫৩ ম্যাচ খেলে ৮৫টি গোল করেছেন। আর সুয়ারেজ করেছে ১০১ ম্যাচে ৫৩ গোল। আর রাশিয়া বিশ্বকাপের নিরিখেও এগিয়ে রয়েছেন সিআর সেভেন। তিনি এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে চারটি গোল করেছেন। তার মধ্যে রয়েছে একটি হ্যাটট্রিক। সেই হ্যাটট্রিক আবার স্পেনের বিরুদ্ধে।

তিনি ১৪টি শট করেছেন গোলমুখে। তার মধ্যে সাতটি শট অন টার্গেট। সফল ড্রিবল করতে পেরেছেন ৫০ শতাংশ। সুয়ারেজ এবার বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলে দুটি গোল করেছেন। গোলমুখে শট করেছেন ১০টি। তার মধ্যে শট অন টার্গেট চারটি। সফল ড্রিবল করেছেন ২৫ শতাংশ।

সিআর সেভেন বনাম এলএস নাইন

এখন দেখার এই পরিসংখ্যান নিয়ে খেলতে নেমে কে কাকে টেক্কা দিতে পারে। ফুটবলপ্রেমীরা তাকিয়ে সেই ম্যাচের দিকে। সেই কে জিতবে- উরুগুয়ে না পর্তুগাল? রোনাল্ডো না সুয়ারেজ? তা জানতে আর এক রাতের অপেক্ষা।

English summary
It is the statistics of Ronaldo and Suarez before the pre-quarter final match of uruguay vs Portugal of Fifa World cup 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X