For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুনীল থেকে বাইচুং, জেজে থেকে গুরপ্রীত, ভারতীয় ফুটবলের প্রাক্তন থেকে বর্তমানরা লকডাউনে কী করছেন ?

সুনীল থেকে বাইচুং, জেজে থেকে গুরপ্রীত, ভারতীয় ফুটবলের প্রাক্তন থেকে বর্তমানরা লকডাউনে কী করছেন ?

  • |
Google Oneindia Bengali News

করোনার কারণে গৃহবন্দি বিশ্ব। এর মাঝে খেলার জগতের তারকারা ফিটনেস নিয়ে বিভিন্ন ভিডিও পোস্ট করে অণুপ্রাণিত করছেন। কিছুদিন আগেই এই লকডাউনে নিজেকে ফিট রাখতে ফিটনেস চর্চার ভিডিও পোস্ট করেন রোনাল্ডো। ভারতীয় ফুটবল জগতের তারকারা এই লকডাউনে কে কী করছেন একনজরে দেখে নেওয়া যাক।

ব্রেক দ্য চেন: বার্তা সুনীলের

ব্রেক দ্য চেন: বার্তা সুনীলের

#ব্রেক দ্য চেন অর্থাৎ ‘বাড়িতে থাকুন, শিকলটা ভাঙুন।'বিশ্ব মহামারী করোনার দাপট রুখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রস্তাবিত এই জনসচেতনতা প্রচারে এশিয়ান ফুটবলের নামীদামী প্রাক্তন ও বর্তমান ফুটবলারদের মধ্যে বড় মুখ ছিলেন সুনীল ছেত্রী। ঘরে থেকে কীভাবে করোনাকে হারানো সম্ভব, সেই বার্তা দিয়েছেন সুনীল।

ফিটনেস চর্চা

ফুটবলার মধ্যে এই লকডাউনে সবচেয়ে বেশি ভিডিও পোস্ট করে ফিটনেসে জোড় দিতে বলেছেন সুনীল। এছা়ড়া খেলোয়াড় জীবনের পথ চলা, কেরিয়ার শুরুর পরিশ্রম নিয়েও সুনীল সোশ্যাল মিডিয়ায় আড্ডা দিয়েছেন।

করোনা পরিস্থিতিতে বৈষম্য নিয়ে সুনীলের প্রতিবাদ

করোনা পরিস্থিতিতে বৈষম্য নিয়ে সুনীলের প্রতিবাদ

করোনা-পরিস্থিতিতে উত্তর-পূর্বের নাগরিকদের প্রতি বৈষম্যে এক ঘটনা সোশ্যাল মিডিয়ায় সাধারণদের দৃষ্টি আকর্ষণ করে প্রতিবাদ জানিয়েছিলেন। করোনাভাইরাসের উৎপত্তি চিনের উহান শহরে হওয়ায় এদেশের উত্তর-পূর্বের নাগরিকদের 'চিনা' বলেও কটাক্ষ করার অভিযোগ আসে। যা নিয়ে জনপ্রিয় ফুটবল তারকা সুনীল প্রতিবাদ করেন। যা এই লকডাউনে নেটিজেনদের মধ্য দারুণভাবে প্রশংসা কুড়িয়েছিল।

করোনা যোদ্ধা বাইচুং ভুটিয়া

করোনা যোদ্ধা বাইচুং ভুটিয়া

করোনা লকডাউনে দেশে গণপরিবহন বন্ধ। বাস, ট্রেন, বিমান সবধরনের পরিষেবাই বন্ধ রাখা হয়েছে। এই অবস্থায় কাজ করতে গিয়ে বাংলা আর বিহারের শ্রমিকরা সিকিম বর্ডারে আটকে যান। তাদের জন্যেই সাহায্য নিয়ে হাজির হয়েছিলেন বাইচুং ভুটিয়া। ভারতের প্রাক্তন ফুটবলার বাইচুং শিলিগুড়িতে ছিলেন। সেখানেই তাঁর কাছে সিকিমে আটকে পড়া বাংলা-বিহারের শ্রমিকদের খবর পৌঁছয়। আটকে পড়া মানুষরা লকডাউনের সমস্যায় রয়েছে জানতে পেরে সাহায্যের জন্যে উদ্যোগী হন বাইচুং।গ্যাংটকে নির্মীয়মান বাড়িতে ১০০ জনের বেশি শ্রমিককে আশ্রয় দিয়ে সাহায্য করেছেন বাইচুং ভুটিয়া। এছাড়া করোনা মোকাবিলা ও ফিটনেস সচেতনাতা নিয়ে বার্তা দিয়েছেন তিনি।

বাড়িতেই জোর ফিটনেস চর্চা করছেন জেজে

বাড়িতেই জোর ফিটনেস চর্চা করছেন জেজে

ভারতীয় ফুটবলার জেজে লালপেখলুয়া বাড়িতেই জোর ফিটনেস চর্চা করেছেন। করোনা লকডাউনে এই অবস্থায় ফিটনেস সেন্টারে যাওয়ার পরিস্থিতি নেই। তাই বাড়িতে সিঁড়ি ভেঙে কখনও বা ফুটবল নিয়ে প্র্যাকটিস করছেন জেজে।

গুরপ্রীত

ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিং সাধু এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে রয়েছেন। লকডাউনে সেখানে তিনি প্রস্তুতি শুরু দিয়েছেন। মাঠে নেমে কিপিং প্র্যাকটিসের ভিডিও পোস্ট করেছেন গুরপ্রীত। উল্লেখ্য অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে লকডাউন ধীরে ধীরে শিথিল হচ্ছে।

সাদা দাড়ি, চুল উসকো, লকডাউনে একী হাল লিটল মাস্টারের!সাদা দাড়ি, চুল উসকো, লকডাউনে একী হাল লিটল মাস্টারের!

English summary
sunil chetri to baichung bhutia,what football celebs are doing in Corona lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X