For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসুত ওজিলের তোলা অভিযোগকে ভিত্তিহীন দাবি করলেন তাঁরই প্রাক্তন সতীর্থ

বর্ণবিদ্বেশের অভিযোগ এনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসুত ওজিল। জানিয়েছেন জার্মানির জার্সি গায়ে আর মাঠে নামবেন না তিনি।

Google Oneindia Bengali News

বর্ণবিদ্বেশের অভিযোগ এনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসুত ওজিল। একরাশ ক্ষোভ এবং অভিমান বুকে নিয়ে ওজিল জানিয়েছেন জার্মানির জার্সি গায়ে আর মাঠে নামবেন না তিনি।

মেসুত ওজিলের তোলা অভিযোগকে ভিত্তিহীন দাবি করলেন তাঁরই প্রাক্তন সতীর্থ

ওজিলের অবসর নেওয়ার পর জাতীয় দলে তাঁরই প্রাক্তন সতীর্থ মুখ খুললেন ওজিলের বিরুদ্ধে। জার্মান ফুটবল সংস্থার বিরুদ্ধে ওজিলের তোলা বর্ণবিদ্বেশের অভিযোগ ভিত্তিহীন বলে জানালেন টনি ক্রুস।

গত মাসে মাত্র ২৯ বছর বয়সে জার্মানির জার্সিতে আর না নামার সিদ্ধান্ত নেন ওজিল। তিনি জানিয়েছিলেন জার্মান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যে আচরণ এবং ব্যবহার তিনি পেয়েছেন তাতে তিনি হতাশ এবং তা থেকেই এই সিদ্ধান্ত। কিন্তু ওজিলের এই মন্তব্যের বিরোধীতা করলেন ক্রুস। তিনি বলেন, 'ওজিলের এই মন্তব্য খুবই দুঃভাগ্যজনক। অত্যন্ত অর্থহীন এক অভিযোগ। আমার মনে হয় ও জানে যে জাতীয় দলে এবং ফুটবল ফেডারেশনে বর্ণবিদ্বেশের কোনও জায়গাই নেই।'

English summary
Toni Kroos slams his former national team mate Mesut Ozil for racism accusations
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X