For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উয়েফা নেশনস লিগ - পিছিয়ে থেকেও গ্রিজম্য়ানের জোড়া গোলে জার্মানিকে ছিটকে দিল ফ্রান্স

উয়েফা নেশনস লিগ ম্যাচে আন্তোনিও গ্রিজম্যানের জোড়া গোলে জার্মানিকে হারিয়ে দিল ফ্রান্স।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার রাতে উয়েফা নেশনস লিগের গ্রুপ ম্যাচে ১ গোলে পিছিয়ে পড়েও জার্মানির বিরুদ্ধে আন্তোনিও গ্রিজম্যানের জোড়া গোলে ২-১ গোলে জিতল বিশ্বচ্যাম্পিয়নরা। নেদারল্যান্ডের পর ফরাসীদের কাছেও হেরে উয়েফা নেশনস লিগ থেকে বিদায়ই নিল জার্মানি।

গ্রিজম্য়ানের জোড়া গোলে জার্মানিকে ছিটকে দিল ফ্রান্স

ম্য়াচের ১০ মিনিট যেতে না যেতেই এক গোলে এগিয়ে গিয়েছিল জার্মানি। বক্সের মধ্যে ফ্রান্সের প্রেসনেল কিমবেপের বিরুদ্ধে হ্য়ান্ডবল দেওয়া হয়। ফলে পেনাল্টি পায় জার্মানি। তবে এই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক আছে। সেই বিতর্কিত সিদ্ধান্তের পেনাল্টি থেকেই হুগো লরিসকে পরাস্ত করেন টোনি ক্রুজ।

এর দু মিনিট বাদেই ফের গোলের সুযোগ পেয়েছিল জার্মানি। বিদ্যুত গতিতে প্রতিআক্রমণে উঠে এসেছিলেন জার্মানরা। কিন্তু লেরয় সানে, টিমো ওয়ার্নারের উদ্দেশ্যে শেষ বলটি বাড়াতে ভুল করেন। সেই সুযোগে ববলটি ক্লিয়ার করেন লরিস।

বিরতির আগেই ম্যাচে সমতা ফেরানোর সুযোগ এসেছিল ফ্রান্সের হাতে। বক্সে গ্রিজম্য়ানের ভাসানো বল পরাস্ত করেছিল জার্মান রক্ষণভাগকে। কিন্তু সেই বলের কাছে পৌঁছতে পারেননি তাঁদের তরুণ স্ট্রাইকার এমবাপেও। ফলে বিরতিতে জার্মানিই এগিয়ে ছিল ০-১ গোলে।

বিরতির ঠিক পরেই এমবাপের সামনে আরও একটি সুযোগ এসে গিয়েছিল। গতিতে জার্মান রক্ষণভাগকে পরাস্ত করে গোলে শটও নিয়েছিলেন তিনি। কিন্তু অভিজ্ঞ নয়ার সেই বল প্রতিহত করেন।

ফ্রান্স ম্যাচে সমতা ফেরার খেলার ঠিক এক ঘন্টার মাথায়। এতক্ষণ অবধি গ্রিজম্যানকে কড়া মার্কিং-এ রেখেছিলেন জার্মান ডিফেন্ডাররা। কিন্তু লুকাস হার্নান্ডেজের একটি নিখুঁত ঠিকানা লেখা ক্রসে সঠিক সময়ে পা লাগিয়ে বল গোলে পাঠান গ্রিজম্যান।

এরপর ম্যাচে আরও একটি বিতর্কিত পেনাল্টি হয়। এবারল অবশ্য সুবিধা পায় ফ্রান্স। মাতুইদিকে বক্সের মধ্যে ট্যাকল করেছিলেন ম্যাট হুমেলস। কিন্তু তাঁর ট্যাকলটি মোটেই বিধিসঙ্গত হয়নি। পেনাল্টি থেকে গোল করতে এতটুকু ভুলচুক করেননি গ্রিজম্য়ান।

শেষ পর্যন্ত গ্রপ এ-র ম্যাচটি ২-১ ফলেই শেষ হয়। নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হারার পর দারুণ চাপে ছিলেন জার্মান কোচ জোয়াকিম লো। ফ্রান্স ম্যাচ হেরে টুর্নামেন্ট থেক বিদায় নিতে হলেও দলের এদিনের খেলায তিনি সন্তুষ্ট। তিনি জানিয়েছেন বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে মানে সমানে পাল্লা দিয়েছে তাঁর দল।

English summary
France have rally past Germany with a couple of goals from Antoine Griezmann in UEFA nations league match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X