For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামার ঘটনাই বাড়তি অনুপ্রেরণা! মর্যাদার টুর্নামেন্টে সোনা জিতে শহীদদের স্মরণ করলেন বক্সাররা

ভারতীয় বক্সার অমিত পঙ্ঘল ও নিখাত জারীন তাঁদের স্ট্র্যান্ডজা মেমোরিয়াল টুর্নামেন্টে জেতা স্বর্ণপদক, পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার শহীদদের উৎসর্গ করেছেন।

  • |
Google Oneindia Bengali News

একজন বললেন তিনিও সেনাবাহিনীর, তাই তাঁর শোক একটু বেশি। আরেকজন বললেন পুলওয়ামার শহীদরাই বাড়তি অনুপ্রেরণা দিয়েছেন। ইউরোপের সবচেয়ে পুরনো বক্সিং প্রতিযোগিতা স্ট্র্যান্ডজা মেমোরিয়াল টুর্নামেন্টে ভারতীয় বক্সার অমিত পঙ্ঘল ও নিখাত জারীন স্বর্ণপদক জিতে তা উৎসর্গ করলেন পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার শহীদ জওয়ানদেরই।

পুলওয়ামার ঘটনাই বক্সারদের দিল বাড়তি অনুপ্রেরণা

বুলগেরিয়ার সোফিয়ায় আয়োজিত হয় এই ঐতিহ্যশালী বক্সিং প্রতিযোগিতা। ফাইনালে ভারতের অমিত পোঙ্ঘল কাজাখস্তানের তেমিরতাস ঝুসুপোভকে পরাজিত করেন। সোনা জেতার পর ভারতীয় সেনাবাহিনীর নায়েব সুবেদার, ২৩ বছরের অমিত জানিয়েছেন, তিনি নিজে সেনাবাহিনীর সদস্য হওয়ায় তাঁর দুঃখটা একটু বেশিই হচ্ছে।

পুলওয়ামার ঘটনার দিন অমিত বিমানে ছিলেন। সোফিয়ায় নামার পর খবর পান।
গোটা টুর্নামেন্টে সবসময় তাঁর মাথায় পুলওয়ামায় শহীদ সিআরপিএফ জওয়ানদের কথা ঘুরছিল। তিনি জানান, সোনা জেতার জন্য তিনি মরিয়া ছিলেন, কারণ এই পদক জিতে তিনি শহীদদের উৎসর্গ করবেন বলে স্থির করে নিয়েছিলেন।

ভারতীয় পুরুষ বক্সারদের মধ্যে অবশ্য তিনি একাই স্বর্ণপদক জিতেছেন। প্রতিযোগিতা থেকে ভারত মোট ৭টি পদক জিতেছে - ৩টি সোনা, ১টি রুপো ও ৩টি ব্রোঞ্জ। দুই মিলা স্বর্ণপদক বিজয়িনীর মধ্যে নিখাত জারীনও তাঁর পদক উৎসর্গ করেছেন পুলওয়ামার শহীদদের।

নিখাত জানিয়েছেন, ফোনে তাঁর বাড়ির লোকেরা বলেছিল, শহীদদের শ্রদ্ধা জানানোর জন্যই তাঁকে সোনা জিততে হবে। এতেই দ্বিগুণ অনুপ্রেরণা পেয়েছেন স্বর্ণপদক জেতার।

English summary

 Indian boxers Amit Panghal and Nikhat Zareen have dedicated their gold medals at the Strandja Memorial Tournament to the martyrs of the Pulwama terror attack.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X