For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেমিফাইনালে হারলেন জোশনা চিনাপ্পাও, মহিলাদের স্কোয়াশ থেকে আরও একটি ব্রোঞ্জ ভারতের

মহিলাদের স্কোয়াশ সিঙ্গলস সেমিফাইনালে হেরে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল জোশনা চিনাপ্পা-কে। 

Google Oneindia Bengali News

এশিয়াড ২০১৮-র মহিলাদের সিঙ্গলস সেমিফাইনালে হেরে গেলেন জোশনা চিনাপ্পা। মালয়েশিয়ার শিবসঙ্গরি সুব্রামনিয়মের বিরুদ্ধে ৩-১ ফলে পরাজিত হন তিনি। ফলে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। এর আগে অপর সেমিফাইনালে দীপিকা পাল্লিকালও হেরে গিয়ে ব্রোঞ্জ পান। এই দুই পদক মিলিয়ে এখনও পর্যন্ত ভারতের মোট পদক হল ২৭টি।

মহিলাদের স্কোয়াশ থেকে আরও একটি ব্রোঞ্জ ভারতের

শনিবার মহিলাদের স্কোয়াশের দ্বিতীয় সেমিফাইনালে মালয়েশিয়ার ১৯ বছরের শিবসঙ্গরি সুব্রামনিয়মের বিরুদ্ধে শুরুর থেকেই পিছিয়ে পড়েন ৩১ বছর বয়সী জোশনা চিনাপ্পা। প্রথম থেকেই তাঁকে শিবসঙ্গরির গতির সামনে পরাস্ত হতে দেখা গিয়েছে। প্রথম দুটি সেটই হেরে জোসনা ২-০'য় পিছিয়ে পড়েন।

এরপর অবশ্য অল্প সময়ের জন্য জ্বলে উঠেছিলেন চিনাপ্পা। দাপটে খেলে পরের সেটটি ছিনিয়ে নেন তিনি। তিন সেটের শেষে স্কোর ছিল মালয়েশিয়ার পক্ষে ২-১। কিন্তু তৃতীয় সেটে ফের হেরে শেষ পর্যন্ত মালয়েশিয়ান প্রতিদ্বন্দ্বীর কাছে ৩-১ ফলে হারতে হয় জোশনা চিনাপ্পাকে।

মহিলাদের প্রথম সেমিফাইনালেও ভারতের দীপিকা কার্তিক পাল্লিকালকে হারতে হয় মালয়েশিয় প্রতিদ্বন্দ্বীর বিরদ্ধেই। তাঁর সামনে ছিলেন বিশ্বের প্রাক্তন ১ নম্বর ও বর্তমান ৯ নম্বর খেলোয়াড় ডেভিড নিকোল। ৩-০টতে দীপিকাকে একপ্রকার উড়িয়েই দেন ডেভিড।

ফলে দুটি সেমিফাইনালেই হেরে ভারতের দুই খেলোয়াড়ই ব্রোঞ্জ পেলেন। স্কোয়াশে ব্রোঞ্জ পদকের জন্য আলাদা করে ম্যাচ হয় না। সেমিফাইনালে পরাজিত দুই খেলোয়াড়কেই ব্রোঞ্জ দেওয়া হয়।

English summary
Joshna Chinappa settles for bronze after losing in women's Squash singles semifinals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X