For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজেকেই নিজে হারালাম - বিশ্বকাপে রেকর্ড গড়লেন অপূর্বী! সোনার পদক উৎসর্গ শহিদদের

আইএসএসএফ বিশ্বকাপ ২০১৯-এ স্বর্ণপদক জেতার পর ভারতীয় শ্যুটার অপূর্বী চান্ডেলার প্রতিক্রিয়া।
 

  • |
Google Oneindia Bengali News

এক অর্থে নিজেকেই নিজে হারালেন - নয়া দিল্লিতে আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপে সোনা জিতে এমনটাই জানালেন ভারতীয় শ্যুটার অপূর্বী চান্ডেলা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে তিনি শুধু স্বর্ণপদকই জেতেননি, সেই সঙ্গে মোট ২৫২.৯ পয়েন্ট স্কোর করে ভেঙে দিয়েছেন বিশ্বরেকর্ডও। তিনি জানিয়েছেন, কখনই হার না মানা মনোভাবেরই ফসল এই জয়।

নিজেকেই নিজে হারালাম - বিশ্বকাপে রেকর্ড অপূর্বীর

সোনা জেতার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বরেকর্ডের মালিক বলেছেন, তাঁর যাত্রাটা সহজ ছিল না। কিন্তু কঠিন সময়েও তিনি অনুশীলনে কখনই ফাঁকি দেননি। সেই সঙ্গে গত মাসে অস্ট্রিয়াতে এক প্রতিযোগিতায় সোনা জেতার ফলে তাঁর আত্মবিশ্বাসেও খামতি ছিল না। তিনি জানিয়েছেন বিশ্বকাপে এই আত্মবিশ্বাসকে নিজের শক্তিতে পরিণত করতে পেরেছেন।

চুড়ান্ত পর্য়ায়ে পারফরম্যান্সের নিরিখে এই সোনা জয়কেই সবার আগে রেখেছেন তিনি। তিনি জানিয়েছেন বিশ্বকাপের পারফরম্যান্স তিনি ২০২০ টোকিও অলিম্পিকেও ধরে রাখতে চান।

এই স্বর্ণপদক তিনি পুলওয়ামার শহিদদের উৎসর্গ করেছেন। জানিয়েছেন, এই ঘটনা তাঁকে অত্যন্ত ব্যথিত করেছে। সেই সঙ্গে পাকিস্তানি শ্যুটারদের ভিসা না দেওয়া নিয়ে তিনি জানিয়েছেন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দেশের ক্রীড়াবিদ হিসেবে তাকে তিনি সমর্থন করছেন।

English summary
Indian Shooter Apurvi Chandela's reaction after winning a Gold medal at ISSF World Cup 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X