For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের জেরে দিল্লিতে স্থগিত আন্তর্জাতিক টুর্নামেন্ট, বাতিল অলিম্পিকের টেস্ট

করোনা ভাইরাসের জেরে দিল্লিতে স্থগিত আন্তর্জাতিক টুর্নামেন্ট, বাতিল অলিম্পিকের টেস্ট

  • |
Google Oneindia Bengali News

ক্রমে লাগামছাড়া হচ্ছে করোনা ভাইরাসের প্রভাব। তার আঁচ এসে পড়েছে ভারতেও। করোনায় সবচেয়ে বেশি প্রভাবিত রাজধানী দিল্লি। তাই আর কোনও ঝুঁকি নিতে রাজি হল না ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্টস ফেডারেশন বা আইএসএসএফ। দিল্লিতে শ্যুটিং বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। অন্যদিকে একই কারণে জাপানের টোকিও-তে অলিম্পিকের টেস্ট ইভেন্টও বাতিল করা হয়েছে বলে খবর।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ব জুড়ে ৩৩০০ মানুষের মূত্যুর খবর পাওয়া গিয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় এক লক্ষ। করোনা থাবা বসিয়েছে ভারতেও। এদেশে কমপক্ষে ৩০ জন মানুষ নোবেল করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর।

আইএসএসএফ বিশ্বকাপ

আইএসএসএফ বিশ্বকাপ

ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্টস ফেডারেশন বা আইএসএসএফ আয়োজিত বিশ্বকাপ হওয়ার কথা ছিল রাজধানী দিল্লিতে। ডক্টর কার্নি সিং শ্যুটিং রেঞ্জে ১৫ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল প্রতিযোগিতা। ২৫ মার্চ শেষ হওয়ার কথা ছিল ওই শ্যুটিং বিশ্বকাপ।

করোনা জের

করোনা জের

করোনা ভাইরাসের জেরে শ্যুটিং বিশ্বকাপে চিন, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও ইরান থেকে আগত প্রতিযোগী ও দর্শকদের ওপর বেশকিছু বিধি-নিষেধ ও নিয়মকানুন আরোপ করে ভারত সরকার। তার জেরে এবং সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় চিন এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়। এই বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে মোট ২২টি দেশ। ইতিমধ্যে দিল্লিতেও করোনা ভাইরাসের প্রভাব ধরা পড়লে, এ ব্যাপারে আর ঝুঁকি নিতে চায়নি ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্টস ফেডারেশন বা আইএসএসএফ। সঙ্গে সঙ্গে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেয় তারা।

কবে হবে প্রতিযোগিতা

কবে হবে প্রতিযোগিতা

দিল্লিতে ফের কবে বসবে শ্যুটিং বিশ্বকাপের আসর, তা শীঘ্র জানানো হবে বলে বক্তব্য ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বেলও জানানো হয়েছে।

বাতিল অলিম্পিকের টেস্ট ইভেন্ট

বাতিল অলিম্পিকের টেস্ট ইভেন্ট

আগামী ১৬ এপ্রিল থেকে জাপানের টোকিওতে অলিম্পিরকের টেস্ট ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের জেরে তা বাতিল করা হয়েছে বলে খবর। কবে তা ফের অনুষ্ঠিত হবে জানানো হয়নি।

English summary
Shooting World Cup has been postponded in Delhi for coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X