For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস: পিছতে পারে অলিম্পিক, টোকিওতে কবে হতে পারে টুর্নামেন্ট জেনে নিন

করোনা ভাইরাস: পিছতে পারে অলিম্পিক, টোকিওতে কবে হতে পারে টুর্নামেন্ট জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের প্রকোটে বিশ্বজুড়ে ভয়াবহ পরিস্থিতি। চিন, জাপানের পর বিশ্বের অন্য দেশগুলিতে এখন করোনা ভাইরাস থাবা বসিয়েছে। চিনের পর জাপানে এই ভাইরাসের প্রকোপে মৃতের সংখ্যা বেড়েছে। জাপানে আজ নতুন করে আক্রান্তদের খোঁজ মিলেছে। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুমিছিলে এবার মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ল। ওয়াশিংটনে ৬ জন মারা গিয়েছে বলে জানা গিয়েছে। যুক্তরাষ্ট্রে আক্রান্ত প্রায় একশো। ভাইরাসের আক্রমণ খেলার জগতে বিস্তর প্রভাব ফেলেছে। জুলাইয়ে জাপানের টোকিওতে অলিম্পিকের আসর হওয়ার কথা। সেই আসরটি আদৌও সঠিক সময়ে হবে কিনা, সেই নিয়ে বিস্তর আলোচনা চলেছে।

অলিম্পিক নিয়ে তাজা আপডেট কী

অলিম্পিক নিয়ে তাজা আপডেট কী

চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না হলেও করোনা ভাইরাসের আবহে এই মুহূর্তে গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর বসা যে কঠিন সার্বিকভাবে সেই আন্দাজ মিলেছে। সেক্ষেত্রে জুলাইয়ের পরিবর্তে বছরে শেষে টুর্নামেন্ট হতে পারে।

জাপানের সংসদে এই নিয়ে আলোচনা

জাপানের সংসদে এই নিয়ে আলোচনা

জাপানের সংসদে করোনার প্রকোপ ও অলিম্পিক আয়োজন নিয়ে আলোচনায় অলিম্পিক মন্ত্রী হাসিমোতো জানিয়েছেন, 'অলিম্পিক আয়োজনের জন্যে যে চুক্তি হয়েছে তাতে ২০২০ সালের মধ্যে অলিম্পিকের আসর শেষ করতে হবে। সেক্ষেত্রে করোনা আতঙ্ক বজায় থাকলে আপাতত বছর শেষে অলিম্পিক হতে পারে। প্রয়োজনে ততদিন টুর্নামেন্ট স্থগিত রাখা যেতে পারে।'

সূচি অনুযায়ী অলিম্পিক কবে হওয়ার কথা

সূচি অনুযায়ী অলিম্পিক কবে হওয়ার কথা

সূচি অনুযায়ী অলিম্পিক ২৪ জুলাই থেকে ৯ অগাস্ট হওয়ার কথা। বছর শেষে হলে গ্রীষ্মকালীন অলিম্পিকের পরিবর্তে শীতকালীন অলিম্পিক হবে।

জাপানের অলিম্পিক মন্ত্রীর প্রতিক্রিয়া

জাপানের অলিম্পিক মন্ত্রীর প্রতিক্রিয়া

জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা আতঙ্ক থাবা বসালেও আয়োজক দেশের অলিম্পিক মন্ত্রী সঠিক সময়ে টুর্নামেন্ট আয়োজন করার বিষয়ে আশাবাদী। তিনি জানিয়েছেন, 'প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াই করে আমরা নিজেদের সেরাটা দিয়ে ঠিক সময়েই টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করছি।'

এখনও পর্যন্ত করোনায় বলি

এখনও পর্যন্ত করোনায় বলি

এখনও পর্যন্ত বিশ্বের ৬০টি দেশে করোনা থাবা বসিয়েছে। যার ফলে এখনও পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

English summary
CORONAVIRUS OUTBREAK: Tokyo Olympic 2020 could be postponed to end of year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X