For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের থাবা: খেলোয়াড়দের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার বার্তা দিল সাই

করোনা ভাইরাসের থাবা: খেলোয়াড়দের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার বার্তা দিল সাই

  • |
Google Oneindia Bengali News

করোনার গ্রাসে গোটা বিশ্ব। চিন, জাপান, মালয়েশিয়া, ইতালির পর এবার করোনা আতঙ্কে উদ্বেগ বাড়ছে ভারতেও। ইতিমধ্যে ভারতের বিভিন্ন শহর মিলিয়ে ২৯ জন এই ভাইরাসে আক্রান্ত। খেলার দুনিয়াতে এই ভাইরাসের প্রভাব পড়েছে। সামনেই অলিম্পিকের আসর। জুলাইয়ে অলিম্পিক। এছাড়াও বছরভর বিশ্বের বিভিন্ন প্রান্ত ভারতীয় খেলোয়াড়রা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন। তার আগে খেলোয়াড়দের স্বাস্থ্যের দিকের বিশেষ জোর দেওয়ার বার্তা দিল সাই।

করোনা ভাইরাসের থাবা: খেলোয়াড়দের স্বাস্থ্যের দিকে নজরে দেওয়ার বার্তা দিল সাই

স্পোর্টস অফরিটি অফ ইন্ডিয়ার (সাই) পক্ষ থেকে এক বিবৃতিতে জাতীয় স্পোর্টস ফেডারেশনকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়ে, 'খেলার দুনিয়ায় এটা বিশেষ বছর। একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টের পাশাপাশি এবছর অলিম্পিকের আসর রয়েছে। এর মাঝে করোনা ভাইরাসের আক্রমণ, তাই বিদেশের কোনও টুর্নামেন্টে খেলা বা বিদেশের মাটিতে ট্রেনিং নিয়ে কোনও পরিকল্পনা করা হলে সেক্ষেত্রে আগে ভারতীয় খেলোয়াড়দের স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিতে হবে।'

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে যাতে খেলোয়াড়দের স্বাস্থ্যের যত্ন নেওয়া হয়,জাতীয় স্পোর্টস ফেডারেশনকে,সাই সেই নির্দেশ দিয়েছে।

ইতিমধ্যেই বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ৭১ টি দেশে এই মুহূর্তে করোনা ভাইরাস থাবা বসিয়েছে। ভারতে এখনও পর্যন্ত ২৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ২ জন সুস্থ হয়েছেন।

English summary
Coronavirus: SAI Issues Coronavirus Advisory say, Athletes Health Comes First
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X