For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরপর হারের পরেও পঞ্চম স্থানে পিভি সিন্ধু, আটে সাইনা নেহওয়াল

পরপর হারের পরেও পঞ্চম স্থানে পিভি সিন্ধু, আটে সাইনা নেহওয়াল

  • |
Google Oneindia Bengali News

ইন্দোনেশিয়া ওপেনের ফাইনাল ও জাপান ওপেনের কোয়ার্টার ফাইনালে হারতে হয়েছে পিভি সিন্ধুকে। পরপর হারে কার্যত বিধ্বস্ত হয়ে ১৯ অগাস্ট থেকে শুরু হতে চলা থাইল্য়ান্ড ওপেনে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদি শাটলার।

পরপর হারের পরেও পঞ্চম স্থানে পিভি সিন্ধু, আটে সাইনা নেহওয়াল

ব্যর্থতার পরেও ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের প্রকাশিত বিশ্ব ক্রম তালিকার পাঁচ নম্বর স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন ২০১৬ অলিম্পিকে সোনা জয়ী পিভি সিন্ধু। তাঁর হায়দরাবাদি সতীর্থ তথা ২০১২ সালের অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাইনা নেহওয়ালও নিজের আট নম্বর জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন।

অন্যদিকে পিভি সিন্ধুকে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন জেতা জাপানের একানে ইয়ামাগুছি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের প্রকাশিত বিশ্ব ক্রম তালিকার এক নম্বর স্থানে উঠে এসেছেন। জাপান ওপেনের কোয়ার্টার ফাইনালেও এই ইয়ামাগুছির কাছেই হারতে হয়েছিল হায়দরাবাদি শাটলারকে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন চাইনিজ তাইপের তাই জু ইং। জাপানের নোজোমি ওকুহারা ও চিনের চেন উফুই রয়েছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।

ওদিকে পুরুষদের ক্রম তালিকায় ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত রয়েছেন ১০ নম্বরে। ১৩তম স্থান দখল করেছেন সমীর বর্মা। শীর্ষে রয়েছেন জাপানেক কেন্টো মোমোতা।

English summary
Despite of two tournament defeat PV Sindhu retains 5th spot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X