For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধ্যান চাঁদের জন্য ভারতরত্ন ভিক্ষা করবেন না তাঁর ছেলে অশোক কুমার

অলিম্পিকের হকিতে দেশকে তিনবার সোনা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া ধ্যান চাঁদকে এত বছর পরেও ভারতরত্ন সম্মান না দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর ছেলে অশোক কুমার।

  • |
Google Oneindia Bengali News

অলিম্পিকের হকিতে দেশকে তিনবার সোনা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া ধ্যান চাঁদকে এত বছর পরেও ভারতরত্ন সম্মান না দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর ছেলে অশোক কুমার। এমন নিদর্শন দেশের কাছে লজ্জার বলে মনে করেন ১৯৭৫ সালে ভারতকে হকি বিশ্বকাপ দেওয়া অশোক কুমার।

রাজনৈতিক কারণ

রাজনৈতিক কারণ

রাজনৈতিক কারণেই হকির জাদুকর ধ্যান চাঁদকে এতদিনেও ভারতরত্ন দেওয়া হয়নি বলে মনে করেন তাঁর পুত্র অশোক কুমার। যা অত্য়ন্ত লজ্জাজনক বলেও মনে করেন অলিম্পিকে পদক জয়ী ধ্যান চাঁদ পুত্র।

সবকিছু ঠিকঠাক করেও বাতিল

সবকিছু ঠিকঠাক করেও বাতিল

অশোক কুমারের দাবি, ইউপিএ সরকারের আমলে দাদা অর্থাৎ ধ্যান চাঁদকে ভারতরত্ন দেওয়ার ব্যাপারে সবকিছু ঠিক হয়েছিল। সেই ফাইলে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র সই-ও পড়ে গিয়েছিল। কিন্তু কোনও অজ্ঞাত কারণে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছিল বলে অভিযোগ ধ্যান চাঁদ পুত্রের। এই ঘটনা তাঁর পরিবার তো বটেই, দেশের কাছে লজ্জার বলে মনে করেন অশোক কুমার।

ধ্যান চাঁদই প্রথম

ধ্যান চাঁদই প্রথম

অশোক কুমারের কথায়, তাঁর বাবা অর্থাৎ ধ্যান চাঁদই প্রথম দেশের বাইরে ভারতকে সাফল্যের মুখ দেখিয়েছিলেন। ১৯৩৬-র বার্লিন অলিম্পিকে ব্রিটিশ শাসন থাকা সত্ত্বেও ধ্য়ান চাঁদ নিজের স্যুটকেসে তেরঙ্গা লাগিয়ে ঘুরেছিলেন বলেও দাবি অশোক কুমারের। এমনকী ওই টুর্নামেন্টে ভারতীয় হকি দলকে চ্যাম্পিয়ন করে তৎকালীন জার্মান সুপ্রিমো অ্যাডলফ হিটলারের সামনে তেরঙ্গা নাড়িয়েছিলেন বলেও দাবি অশোক কুমারের।

ভারতরত্নের জন্য আবেদন

ভারতরত্নের জন্য আবেদন

ধ্যান চাঁদের জন্য ভারতরত্ন ভিক্ষা করে তাঁকে তাঁর পরিবার ছোট করবে না বলেই জানিয়েছেন ছেলে অশোক কুমার। সরকারের যদি মনে হয়, তবে তারা নিজেই হকির জাদুকরকে সম্মানিত করবে বলে জানিয়েছেন অশোক কুমার। যাঁর একমাত্র গোলে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ১৯৭৫ সালের হকি বিশ্বকাপ জিতেছিল ভারত।

English summary
Dhyan Chand's son Ashoke Kumar will not beg Bharat ratna for his Father
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X