For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফাঁকা খামে সরকারের সংবর্ধনা কমনওয়েলথের ২ খেলোয়াড়কে

Google Oneindia Bengali News

ফাঁকা খামে সরকারের সংবর্ধনা কমনওয়েলথের ২ খেলোয়াড়কে
চন্ডীগড়, ১১ অগস্ট : ভারতের হয়ে গ্লাসগোয় এবার কমনওয়েলথ গেমস-এ অন্যান্যদের সঙ্গে অংশ নিয়েছিলেন এই দুই ক্রীড়াবিদও। পদক জিততে না পারলেও দেশের প্রতিনিধিত্ব করায় হরিয়ানার মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডার হাত থেকে আর্থিক পুরস্কারের খামও নিয়েছিলেন দুই ক্রীড়াবিদ। কিন্তু খাম খুলতেই তাদের চক্ষু ছানাবড়া। খামের ভিতর কিছুই নেই। শুক্রবার সোনেপতের সংবর্ধনা অনুষ্ঠানে দুই ক্রীড়াবিদের হাতে খালি খাম ধরালেন মুখ্যমন্ত্রী।

কমনওয়েলথ গেমস-এ ভারতের প্রতিনিধিত্ব করার জন্য বিভিন্ন রাজ্যের খেলোয়াড়দের জন্য ১৩.৭২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তাদের মধ্যে রয়েছেন অ্যাথলেট জয়দীপ সিং ও সাঁতারু প্রশান্ত। বাকিদের সঙ্গে মঞ্চে উঠে মুখ্যমন্ত্রীর হাত থেকে খামটিও নিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই খামে যে কিছুই ছিল না তা জানতেন না তাঁরা।

এই ঘটনায় মর্মাহত জয়দীপের বক্তব্য, কমনওয়েলথে আমি চতুর্থ হয়েছি। কিন্তু খাম খোলার পর আমি গভীরভাবে আঘাত পেয়েছি। একজন খেলোয়াড়ের জন্য সরকারের এই আচরণ কাঙ্খিত নয়। জয়দী নিজে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে এবং মুখ্যমন্ত্রীর হাত থেকে তিনি খামটি নিয়েছিলেন। অন্যদিকে প্রশান্ত অনুপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তাঁর পুরস্কার খামটি গ্রহণ করেন হরিয়ানা প্যারালিম্পিক অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি গিরিরাজ সিং।

গিরিরাজ জানিয়েছেন, জয়দীপ ও প্রশান্ত পদক না জিতলেও প্রতিযোগী বিভাগে তাঁদের নাম শেষ মুহূর্তে ঢোকানো হয়েছে। এই বিভাগের খেলোয়াড়রা প্রত্যেকে ৫ লক্ষ টাকা করে পুরস্কার পেয়েছেন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন যখন খেলোয়াড়দের নামের তালিকা হরিয়ানা সরকারকে দেয় তাতে জয়দীপ ও প্রশান্তের নাম ছিল না। বিষয়টি নজরে আসতেই শেষ মুহূর্তে ওই তালিকায় তাঁদের নাম ঢোকানো হয়। খামে চেক ঢোকাতে ভুল হয়ে গিয়েছে কোনও কারণে, ব্যাখ্যা গিরিরাজের।

ভুলটা চাক্ষুস হতেই ক্রীড়া দফতরের পুরস্কার বিভাগের ডেপুটি অধিকর্তা সুভাষ শর্মা জানিয়েছেন, ১০ দিনের মধ্যে খেলোয়াড়দের প্রাপ্য চেক ২টি পাঠিয়ে দেওয়া হবে।

English summary
Haryana Chief Minister Bhupinder Singh Hooda awards empty envelopes to CWG players
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X