For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টোকিও অলিম্পিকের বাস্কেটবলের যোগ্যতা অর্জন পর্ব হবে ভারতে

২০২০ টোকিও অলিম্পিকের ৩x৩ বাস্কেটবল ইভেন্টের যোগ্যতা নির্ধারণ পর্ব অনুষ্ঠিত হবে ভারতে।

  • |
Google Oneindia Bengali News

২০২০ টোকিও অলিম্পিকের ৩x৩ বাস্কেটবল ইভেন্টের যোগ্যতা নির্ধারণ পর্ব অনুষ্ঠিত হবে ভারতে। ইন্টার ন্যাশনাল বাস্কেটবল ফেডারেশন বা ফিবার তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

টোকিও অলিম্পিকের বাস্কেটবলের যোগ্যতা অর্জন পর্ব হবে ভারতে

আগামী মার্চে ভারতের বিভিন্ন স্থানে টোকিও অলিম্পিকের ৩x৩ বাস্কেটবল ইভেন্টের যোগ্যতা নির্ধারণ পর্ব অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। মোট ৪০টি দল (পুরুষ ও মহিলা বিভাগে ২০টি করে দল) তাতে অংশ নেবে। মোট ছয়টি দল (পুরুষ ও মহিলা বিভাগে ৩টি করে দল) টোকিও অলিম্পিকের চূড়ান্ত পর্বে খেলবে বলে ইন্টার ন্যাশনাল বাস্কেটবল ফেডারেশন বা ফিবার তরফে জানানো হয়েছে। ম্যাচগুলি কোথায় কোথায় হবে, তা পরে জানাবে বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া বা বিএফআই।

উল্লেখ্য, আমেরিকার জনপ্রিয় বাস্কেটবল প্রতিযোগিতা এনবিএ-র ভারতীয় এডিশন চলছে মুম্বইয়ে। ভারতে বাস্কেটবলের জনপ্রিয়তা বৃদ্ধিতে সচেষ্ট কেন্দ্রীয় সরকারও। তারই মধ্যে ২০২০ টোকিও অলিম্পিকের ৩x৩ বাস্কেটবল ইভেন্টের যোগ্যতা নির্ধারণ পর্ব আয়োজনের দায়িত্ব পাওয়ায় ভারতে এই খেলার প্রচার বাড়বে বলেই মত ক্রীড়া মহলের।

এই প্রথম অলিম্পিকে অন্তর্ভূক্ত হচ্ছে ৩x৩ বাস্কেটবল ইভেন্ট। প্রথববারই প্রতিযোগিতার যোগ্যতা অর্জন পর্ব ভারতে করা নিয়ে ইন্টার ন্যাশনাল বাস্কেটবল ফেডারেশন বা ফিবার বক্তব্য, ৩x৩ বাস্কেটবলের দুটি এশিয়া কাপ (পুরুষ ও মহিলা) সফলভাবে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়। ৩x৩ বাস্কেটবলের ওয়ার্ল্ড ট্যুরও সাফল্যের সঙ্গে আয়োজন করে হায়দরাবাদ। তাই ভারতকে এত বড় প্রতিযোগিতা আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিবা।

English summary
India to host 2020 Tokyo Olyimpics basketball qualifiers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X