For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৩ বছরের মেয়ে সমেত হেলিকপ্টর দুর্ঘটনায় মারা গেলেন বাস্কেটবল কিংবদন্তি কোবে ব্রায়ান্ট

Google Oneindia Bengali News

একটি হেলিকপ্টর দুর্ঘটনায় প্রাণ হারালেন বাস্কেটবল কিংবদন্তি কোবে ব্রায়ান্ট। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪১। দুর্ঘটনায় কোবে ছাড়াও প্রাণ হারিয়েছেন আরও ৮ জন যার মধ্যে ছিলেন কোবির ১৩ বছরের মেয়ে জিয়ানা। ২৬ জানুয়ারি লস অ্যাঞ্জেলেস শহরের অদূরে ক্যালাবাসেস পার্বত্য অঞ্চলে দুর্ঘটনাটি আমেরিকার স্থানীয় সময় সকাল ১০টায় ঘটে। কিংবদন্তীর মৃত্যুতে শোকস্তব্ধ আমেরিকা সহ গোটা বিশ্বের খেলার জগৎ।

দুর্ঘটনায় মারা গেলেন বাস্কেটবল কিংবদন্তী কোবে ব্রায়ান্ট

লস অ্যাঞ্জেলেস লেকার্স দলের হয়ে ১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ২০ বছর খেলেছেন তিনি। সেই সময় দলকে পাঁচবার ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। তাছাড়া আমেরিকার হয়ে অলিম্পিকে ২০০৮ ও ২০১২ সালে পরপর দুটি সোনা জিতেছিলেন কোবে। এছাড়া ব্ল্যাক মাম্বা খ্যাত খেলোয়াড়টি একাধিকবার এনবিএ-র এমভিপি পুরষ্কার পেয়েছেন। দুইবার ফাইনালের এমভিপি ছিলেন তিনি, ২০০৮ সালে ছিলেন লিগের এমভিপি। ২০১৬ সালে অবসরের পর তার দুটি জার্সি- ৮ ও ২৪ নম্বর- প্রত্যাহার করে নিয়েছে লেকারস। তিনি একটি শর্ট অ্যানিমেটেড মুভি বানানোর জন্যে ২০১৮ সালে অস্কারও পেয়েছিলেন।

স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়েই কয়েক ডজন দমকলকর্মী এবং প্যারামেডিকস র্ঘটনাস্থলে পৌঁছায়। জ্বলন্ত ধ্বংসাবশেষের কাছে পৌঁছানোর জন্য খাড়া অঞ্চলে বেশ কষ্ট করতে হয় তাঁদের। তবে সেখানে গিয়ে তাঁরা দেখতে পায় যে দুর্ঘটনার কবলে পরা কেউই বেঁচে নেই। দুর্ঘটনার খবর পেতেই সেই এলাকায় ২০০-রও বেশি মানুষ সমাগত হয়।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের টনি ইমব্রেন্ডা এই বিষয়ে বলেন, 'আমরা সকাল ১০টার দিক কল পাই, মালিবু অঞ্চলে, ক্যালাবাসাসে মূলত, একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। কয়েকজন পাহাড়ে বাইকিং করছিল, তারাই দূর্ঘটনাটি দেখে পাহাড়ের পাশে গেছে। এটি ছিল একটি হেলিকপ্টার, নিশ্চিত করা হয়েছে, এটি ছিল এস-৭৬ সিকোরস্কি হেলিকপ্টার। দূর্ভাগ্যজনকভাবে, কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।'

বিশ্বজুড়ে খবরটি ছড়িয়ে যেতেই বিভিন্ন খেলার জগতের মানুষ কোবিকে শ্রদ্ধ জানিয়ে টুইট করেন। এদের মধ্যে রয়েছেন অপর বাস্কেটবল লেজেন্ড করিম আবদুল জব্বর, আমেরিকান ফুটবল তারকা টম ব্র্যাডি। রবিবার রাতে নিজের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে গোল করে সেটি কোবেকে উৎসর্গ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও। ইনস্টাগ্রাম পোস্টে দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরোট কোহলিও।

English summary
basketball legend kobe bryant dead in helicoptor crash along with his 13 year old daughter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X