For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জীবনের যুদ্ধেও একা নও - প্রাক্তন সতীর্থ জ্য়াকব মার্টিনের দ্রুত আরোগ্য কামনা করলেন অধিনায়ক সৌরভ

প্রাক্তন সতীর্থ জ্যাকব মার্টিনের দ্রুত আরোগ্য কামনা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে মার্টিন আপাতত ভদোদরার এক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। 
 

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জ্যাকব মার্টিন এক পথ দুর্ঘটনায় মারাত্মক রকম জখম হয়ে ভদোদরার এক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই খবর ছড়িয়ে পড়তেই ক্রিকেট মহলের অনেকেই পাশে দাঁড়িয়েছেন তাঁর ও তাঁর পরিবারের। এই বার সেই দলে যোগ দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। জ্যাকবের দ্রুত আরোগ্য় কামনা করেছেন তিনি।

জীবনের যুদ্ধেও প্রাক্তন সতীর্থের পাশে অধিনায়ক সৌরভ

গত ২৮ ডিসেম্বর তারিখে এক বাইক-দুর্ঘটনায় ফুসফুস ও যকৃতে গুরুতর আঘাত পান বরোদা থেকে উঠে আসা জাতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার। সেই থেকে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। এই খবর পাওয়ার পরই সৌরভ জানিয়েছেন, একসময় তাঁরা দুজনেই একসঙ্গে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। মার্টিন ছিলেন অন্তর্মুখি স্বভাবের, কম কথা বলতেন। মার্টিনের দ্রুত আরোগ্য কামনা করে তাঁর প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন জীবনের এই লড়াইয়ে মার্টিন ও তাঁর পরিবার একা নন।

মার্টিনের পরিবার বিসিসিআই ও বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সেক্রেটারি সঞ্জয় প্যাটেলের মারফত ক্রিকেট মহলের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। এরপর ভারতীয় বোর্ডের তরফে ৫ লক্ষ টাকা ও বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে ৩ লক্ষ টাকার অর্থ সাহায্য় করা হয়।

সঞ্জয় প্যাটেল জানিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রীও নিউজিল্যান্ড থেকে মার্টিনের খোঁজ নিয়েছেন। তাঁর পাশে দাঁড়িয়েছেন জাহির খান, ইউসুফ ও ইরফান পাঠান, মুনাফ প্যাটেলরাও।

১৯৯৯ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বেই আন্তর্জাতিক অভিষেক হয়েছিল মার্টিনের। তারপর থেকে আগামী ২৫ মাসে তিনি মোট ১০টি একদিনের ম্যাচ খেলে ২২.৫৭ গড়ে ১৫৮ রান করেছিলেন। এই ১০ ম্যাচের ৫টি ছিল সৌরভের নেতৃত্বে, বাকি ৫টির নেতা ছিলেন সচিন। এছাড়া ২০০০-২০০১ মরসুমে মার্টিন বরোদাকে নেতৃত্ব দিয়ে প্রথম রঞ্জি ট্রফি জিতিয়েছিলেন।

English summary
Sourav Ganguly has prayed for his former teammate Jacob Martin's speedy recovery. Martin is battling for life in a Vadodara hospital after sustaining serious injuries in a road accident. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X