For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইরানের রক্ষণশীল আইন মানতে নারাজ সৌম্যা, আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার ভারতীয় দাবাড়ুর

ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার সৌম্যা স্বামীনাথন ইরানের এশিয়ান টিম চেস চ্যাম্পিয়নশিপ থেকে নাম তুলে নিয়ে বলেছেন, বাধ্যতামূলক বোরখা তাঁর ব্যক্তিগত অধিকারের সরাসরি লঙ্ঘন।

Google Oneindia Bengali News

এশিয়ান টিম চেস চ্যাম্পিয়নশিপ থেকে নাম তুলে নিলেন ভারতের মহিলা গ্র্যান্ডমাস্টার তথা প্রাক্তন জুনিয়র গ্রার্লস বিশ্বচ্যাম্পিয়ন সৌম্যা স্বামীনাথন। আগামী ২৬ জুলাই থেকে ৪ আগস্ট ইরানের হামদান শহরে হবে এই প্রতিযোগিতা। কিন্তু, রক্ষণশীল ইসলামের দেশ ইরানে যে কোনও মহিলাকে কাপড় দিয়ে চুল ঢাকতে হয়। একে তাঁর ব্যক্তি অধিকারের আঘাত বলে মনে করেছেন সৌম্যা। সেই কারণেই প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই গ্র্যান্ড মাস্টার।

বাধ্যতামূলকভাবে বোরখা পরতে নারাজ ভারতীয় দাবাড়ু

সোশাল মিডিয়ায় সৌম্যা বলেন, 'জোর করে কেউ আমায় বোরখা বা হিজাব পরতে বাধ্য করবে সেটা আমার পছন্দ নয়। ইরানের বাধ্য়তামূলক বোরখা পরার আইনে আমার বাকস্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, চেতনা ও ধর্মের মতো ব্যক্তি অধিকারগুলি ক্ষুন্ন হয় বলে আমার মনে হয়েছে। এখন আমার স্বাধিকার বজায় রাখার একমাত্র উপায় ইরানে না যাওয়া।'

ইরানে মহিলাদের চুল ঢাকাটাই নিয়ম। হিজাব বা বোরখা না পরলেও কোনও স্কার্ফ বা কাপড় দিয়ে মাথার চুল ঢেকে রাখতে হয়। অন্যথায় কড়া শাস্তির বিধান আছে। খোলোয়ারদের ক্ষেত্রেও ছাড় নেই। ইরানের মহিলা ফুটবলার থেকে সব মহিলা অ্যাথলিট ও খেলোয়ারকেই মাথা ঢেকেই খেলতে দেখা যায়। সেদেশে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন হলে বিদেশী খেলোয়ারদেরও তা মানতে হয়। এই নিয়মেই আপত্তি সৌম্যার।

এই মুহূর্তে ভারতীয় মহিলা দাবাড়ুদের মধ্যে সৌ্ম্যার স্থান পঞ্চম, সারা বিশ্বে ক্রমতালিকায় তিনি ৯৭ নম্বরে আছেন। সৌম্যা জানান, প্রথমে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল বাংলাদেশে, তারিখও ছিল ভিন্ন। পরে তা পাল্টে যায়। প্রতিযোগিতাটি ইরানে হওয়ায় তিনি ভারতীয় মহিলা দলের অংশ হতে চান না। একই সঙ্গে পুনের এই বছর ২৯-এর দাবাড়ু জানিয়েছেন, এটা একেবারেই তাঁর ব্যক্তিগত মত। এর সঙ্গে একমত অনেকে না-ই হতে পারেন।

ফেসবুকে অবশ্য সৌম্যা অল ইন্ডিয়া চেস ফেডারেশনের কর্তাদের একহাত নিয়েছেন। তিনি বলেন, 'চ্যাম্পিয়নশিপের সুচি তৈরি ও আয়োজনের সময় খেলোয়ারদের অধিকার এবং কল্যানকে এত কম গুরুত্ব দেওয়া হয় দেখে আমি হতাশ।' অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সাম্মানিক সেক্রেটারি ভরত সিং চৌহান এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি। এই টুর্ণামেন্ট জিতলে ওয়ার্ল্ড টিম চেস চ্যম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করা যাবে। এর আগে ২০১৬ সালে প্রখ্যাত ভারতীয় শুটার হিনা সিন্ধুও একই কারণে ইরানে আয়োজিত এশিয়ান এয়ারগান মিট প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছিলেন।

English summary
Indian chess grandmaster Soumya Swaminathan said compulsory headscarf is a direct violation of her personal rights and pulled herself out of the event in Iran.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X