For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক শ্যুটারদের ভিসা বাতিল, আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের অধিকার হারাল ভারত

পুলওয়া হামলায় পাকিস্তান সম্পর্কে ভারতের অনড় মনোভাবের প্রভাব পড়ল এবার খেলধূলোয়। যার জেরে কিছুটা হলে আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে বলেই মনে করা হচ্ছে।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

পুলওয়া হামলায় পাকিস্তান সম্পর্কে ভারতের অনড় মনোভাবের প্রভাব পড়ল এবার খেলধূলোয়। যার জেরে কিছুটা হলে আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে বলেই মনে করা হচ্ছে। কারণ, ২ পাক শ্যুটারের ভিসা বাতিলের জেরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ভারতের উপরে বিধিনিষেধ আরোপ করেছে। এর জেরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি প্রতিযোগিতার আয়োজন করতে চেয়ে ভারতের জমা করা সমস্ত আবেদন সাসপেন্ড করেছে।

পাক শ্যুটারদের ভিসা বাতিল, আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের অধিকার হারাল ভারত

আইওসি-র অভিযোগ অলিম্পিক চার্টারে যে শর্তাবলী-তে ভারত সই করেছে তা লঙ্ঘন করা হয়েছে। পুলওয়ামা হামলার পর পাক শ্যুটারদের ভিসা বাতিলের সিদ্ধান্তে অলিম্পিক কমিটির এই নীতি লঙ্ঘন করা হয়েছে। ভারত সরকারের দূর্ভাগ্যজনক সিদ্ধান্তে দুই পাক শ্যুটারের বিশ্ব শ্যুটিং প্রতিযোগিতায় অংশ নেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে জানিয়েছে আইওসি। বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে দফায় দফায় কথাও হয়েছে। কিন্তু, কোনও লাভ হয়নি বলেই দাবি আইওসি-র। সেই কারণে আইওসি-র অনুমোদিত যে কোনও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন থেকে ভারতকে ব্রাত্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাক শ্যুটারদের ভিসা বাতিল, আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের অধিকার হারাল ভারত

আইওসি-র এক্সিকিউটিভ বডি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে আগামী দিনে ভারত সরকার যদি কোনও লিখিত পত্র দাখিল না করে সমস্ত ক্রীড়াবিদদের সুরক্ষা এবং সুষ্ঠু যাতায়াতের অঙ্গীকার করছে ততদিন পর্যন্ত এই সাসপেনশন জারি থাকবে।

পাক শ্যুটারদের ভিসা বাতিল, আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের অধিকার হারাল ভারত

এই সিদ্ধান্তের জেরে আগামী দিনে ভারতে আইওসি-র বেশকিছু প্রতিযোগিতার আয়োজন বিশবাঁও জলে চলে গেল। এর মধ্যে আছে ২০২৬ সালে যুব অলিম্পিক আয়োজনের আবেদন, ২০৩-এর এশিয়ান গেমস এবং ২০৩২-এর সামার অলিম্পিক, যা ভারতে প্রথমবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে।

পাক শ্যুটারদের ভিসা বাতিল, আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের অধিকার হারাল ভারত

এমনকী আইওসি অন্য়ান্য় আন্তর্জাতিক ক্রীড়়া সংস্থা-কেও ভারতের বিরুদ্ধে একই অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়েছে। দুই পাকিস্তানি শ্যুটারের ২৫ মিটার পিস্তল ইভেন্টে অংশ নেওয়ার কথা ছিল। টোকিও অলিম্পিকে শ্যুটিং-এই বিভাগটি থাকছে এবং এই প্রতিযোগিতাকে তার কোয়ালিফাইং রাউন্ড হিসাবে দেখা হচ্ছিল। ফলে, অলিম্পিকের যোগ্যতা পাওয়ার ক্ষেত্রে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশনও ভারত সরকারের সিদ্ধান্তে বিপাকে পড়েছে। তবে আইওসি জানিয়েছে, পাকিস্তানি শ্যুটাররা যোগ্যতা মান পেরনোর জন্য সুযোগ পাবেন। যদিও, ভারতে চলা প্রতিযোগিতায় অলিম্পিকের যোগ্যতা মান পার করার সুযোগ বাতিল করেনি আইওসি। কারণ ইতিমধ্যেই ৬১টি দেশের ৫০০ শ্য়ুটার দিল্লি-তে চলে এসেছেন।

English summary
IOC is not happy with the decision of Indian Government over the denial of visas to two Pakistani shooters. As a result IOC suspends all sports applications of India to organise the competition in the near future.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X