For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলতি এশিয়ান গেমসে পদকের নিরিখে সব থেকে ভাল দিনটা আজই কাটাল ভারত

দশম দিনের শেষে ৫০-এর গণ্ডি ছুঁল ভারতের পদক তালিকা।

Google Oneindia Bengali News

চলতি এশিয়ান গেমসে আজই হয়তো সব থেকে ভাল দিনটা কাটাল ভারতের জন্য। একই দিনে ৯টি পদক জিতল ভারত। এরই সঙ্গে ৫০-এর মাইলস্টোন ছুঁল ভারতের মেডেল ট্যালি।

চলতি এশিয়ান গেমসে পদকের নিরিখে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে ভারতের

মঙ্গলবার এশিয়ান গেমসের দশম দিনে যে নয়টি পদক জিতেছে ভারত, তার মধ্যে রয়েছে একটি সোনা ছয়টি রুপো এবং দু'টি ব্রোঞ্জ।

এ দিন পুরুষদের ৮০০ মিটারের ইভেন্টে সোনা এল ভারতের ঝুলিতে। ভারতের হয়ে সোনা জেতেন মনজিত সিং। এটাই এই দিনের এক মাত্র সোনা। এই একই ইভেন্টে রুপোও পায় ভারত। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো নিশ্চিত করেন জিনসন জনসন।
৪০০ মিটার রিলের ফাইনালেও রুপো আসে ভারতের ঘরে। কম্পাউন্ড আর্চারির পুরুষ এবং মহিলা দু'টি বিভাগেই রুপো জেতে ভারত।

ব্যাডমিন্টনের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে বিশ্বের এক নম্বরে থাকা প্রতিযোগীর কাছে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে অলিম্পিকে রুপো জেতা পিভি সিন্ধুকে।

কুরাশে ৫২ কেজি বিভাগে রুপো জেতেন পিঙ্কি বালহার এবং ব্রোঞ্জ জেতেন মালাপ্রভা ইয়ালাপ্পা যাদব।

পুরুষদের টেবিল টেনিসে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে।

সব মিলিয়ে ২০১৮ এশিয়ান গেমসের দশম দিন শেষে ভারতের মোট পদক সংখ্যা ৫০। যার মধ্যে রয়েছে ৯টি সোনা, ১৯টি রুপো এবং ২২টি ব্রোঞ্জ। বর্তমানে পদক তালিকায় অষ্টম স্থানে রয়েছে ভারত।

English summary
India’s Medal tally reaches the mark of fifty in the end of day 10.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X