For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

NADA থেকে ক্লিনচিট নরসিংহ যাদবের, অলিম্পিকে যোগ দেওয়ার সম্ভাবনা বাড়ল!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১ আগস্ট : কিছুটা স্বস্তির হাওয়া কুস্তিগীর নরসিংহ যাদবের। রিও অলিম্পিকের এই কুস্তিগীরকে ডোপিংয়ের মামলায় ক্লিনচিট দিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (NADA)।

৭৪ কেজির ভারোত্তলন বিভাগে অংশগ্রহণ করেছিলেন নরসিংহ। ডোপিংয়ের অভিযোগে অলিম্পিক থেকে বাদ পড়েন মহারাষ্ট্রের নরসিংহ।

NADA থেকে ক্লিনচিট নরসিংহ যাদবের, অলিম্পিকে যোগ দেওয়ার সম্ভাবনা বাড়ল!

ষড়যন্ত্রের শিকার হয়েছেন নরসিংহ। তার খাবাকে মাদক মেশানো হয়েছিল। সাফ জানিয়ে দিয়েছে NADA। আর ক্লিনচিট পাওয়ার ফলেই অলিম্পিকে ফের যাওয়ার সম্ভবনা বেড়ে গেল নরসিংহর ক্ষেত্রে।

প্রথমবার ডোপিং পরীক্ষায় ফেল করেন নরসিংহ। তার শরীরে নিষিদ্ধ অ্যানাবলিক স্টেরয়েডের উপস্থিতির প্রমাণ মেলে। এরপরই তাকে রিও অলিম্পিক থেকে বেরিয়ে যেতে হয়। যদিও নরসিংহ বারবার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন।

সোমবার এই প্রসঙ্গে একটি সাংবাদিক সম্মেলনে NADA প্রধান নবীন আগরওয়াল বলেন, "ষড়যন্ত্রের শিকার হয়েছেন নরসিংহ।"

English summary
Narsingh Yadav gets clean chit from NADA, set to go to Olympics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X