For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেমিফাইনালে উঠলেন সিন্ধু, শেষ আটে সাইনাও - জয় পরাজয় ছাপিয়ে মুখ্য হয়ে উঠল চুড়ান্ত অব্যবস্থা

৮৩তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠলেন পিভি সিন্ধু। চ্যাম্পিয়ন সাইনা নেহওয়ালও কোয়ার্টারেফাইনালে উঠেছেন।
 

Google Oneindia Bengali News

পর পর দুটি ম্যাচ স্ট্রেট গেমে জিতে ৮৩তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠলেন অলিম্পিকে রৌপ্য পদকজয়ী পিভি সিন্ধু। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) প্রথমে কোর্ট খারাপ থাকায় খেলতে রাজি ননি চ্যাম্পিয়ন সাইনা নেহওয়াল। পরে অবশ্য সাই ম্য়াচ জিতে শেষ আটে পৌঁছে গেলেন তিনিও।

সেমিফাইনালে উঠলেন সিন্ধু, শেষ আটে সাইনাও

তবে জয় পরাজয়ের হিসেব ছাপিয়ে বৃহস্পতিবার জাতীয় চ্যাম্পিয়নশিপে আয়োজকদের ব্যর্থতাই মুখ্য আলোচনার বিষয় হয়ে উঠল। শুধু সাইনার ম্যাচই নয়, সেই সঙ্গে অসম ব্যাডমিন্টন অ্যাকাডেমির এবড়ো খোবড়ো কোর্টের জন্য মোট তিনটি প্রি-কোয়ার্টারফাইনাল ম্যাচ বাতিল করতে হয়।

পুরুষদের সিঙ্গলস ম্যাচে শীর্ষ বাছাই সমীর ভার্মা এই এবড়ো খেবড়ো কোর্টে খেলতে গিয়ে চোটের শিকার হন। এরপরই বেঁকে বসেন সাইনা। শেষ পর্যন্ত কাঠের তক্তা ফেলে নতুন করে কোর্ট বানানো হয়।

শীর্ষ বাছাই সিন্ধু এদিন কোয়ার্টারফাইনালে রিয়া মুখোপাধ্যায়কে মাত্র ২৮ মিনিটেই ২১-১৬, ২১-৭ ফলে পরাজিত করেন। তাঁকে খেলতে হবে স্থানীয় তারকা অস্মিতা চালিহার বিরুদ্ধে। রাতের দিকে শ্রুতি মুন্দাদা-কে ২১-১১,২১-১০ ফলে পরাজিত করে শেষ আটে পৌঁছান সাইনাও। সেমিফাইনালে ওঠার পথে শুক্রবার তাঁর সামনে বাধা নেহা পন্ডিত।

সাইনার স্বামী তথা প্রতিযোগিতার তৃতীয় বাছাই পারুপল্লি কাশ্য়পও রাহুল যাদবকে ২০-২২, ২১-১৭, ২১-১৭ ফলে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। তাঁকে খেলতে হবে তরুণ শাটলার লক্ষ্য সেন-এর বিরুদ্ধে। আর্যমান ট্যান্ডনকে ২১-১৪, ২১-১০ ফলে পরাজিত করে শেষ চারে পৌঁছান লক্ষ্য।

English summary
PV Sindhu sailed into the semifinals while defending champion Saina Nehwal entered the quarters at the 83rd Senior National Badminton Championship.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X