For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অলিম্পিকের এক বছর আগেও ভারতের টেবিল টেনিস দলে দেখা নেই বিদেশি কোচের


 টোকিও অলিম্পিক শুরু হতে আর বাকি পাক্কা এক বছর। এখনও ভারতের টেবিল টেনিস দলের সঙ্গে যুক্ত হতে পারলেন না বিদেশি কোচ ডেজান পাপিক।

  • |
Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিক শুরু হতে আর বাকি পাক্কা এক বছর। এখনও ভারতের টেবিল টেনিস দলের সঙ্গে যুক্ত হতে পারলেন না বিদেশি কোচ ডেজান পাপিক। তাঁকে ছাড়াই কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ খেলতে হয় শরদ কমল, জি সাইনাথ, মনিকা বাত্রাদের। তবে এভাবে অলিম্পিকের বৈতরণী পার করা যাবে কিনা, তা নিয়ে সন্দেহে রয়েছে দেশের ক্রীড়া মহল।

অলিম্পিকের এক বছর আগেও ভারতের টেবিল টেনিস দলে দেখা নেই বিদেশি কোচের

গত বছর ব্যক্তিগত কারণে ভারতের টেবিল টেনিস দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান ইতালির মাসিমো কোস্টানটিনি। তাঁর কোচিং বহু সফলতার মুখ দেখে ভারত। কিন্তু কোস্টানটিনি চলে যাওয়ার পর দেশের টেবিল টেনিস দলের কোচের চেয়ার শূণ্য অবস্থাতেই পড়ে রয়েছে। ভারতের টেবিল টেনিস ফেডারেশন কানাডার ডেজান পাপিককে প্রধান কোচ নির্বাচন করলেও তিনি এখনও কেন ভারতীয় দলের দায়িত্ব হাতে নেননি, তা নিয়ে প্রশ্ন উঠেতে শুরু করেছে।

উল্লেখ্য ইতালির মাসিমো কোস্টানটিনির কোচিংয়ে ৬০ বছর পর গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস ও জাকার্তা এশিয়ান গেমসে মেডেল জেতে ভারতের টেবিল টেনিস দল। কিন্তু ইতালিয়ান কোচ চলে যাওয়ার পর খেলোয়াড়দের পারফরম্যান্সে ফের শিথিলতা চোখে পড়ছে অনেকের। ওড়িশার কটকে সদ্য শেষ হওয়া কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের পারফরম্যান্স এমন কিছু আহামরী নয়।

কোচের অভাব বোধ করছেন ভারতের টেবিল টেনিস খেলোয়াড়েরাও। দলের অন্যতম সেরা খেলোয়াড় শরদ কমল মনে করেন, কোচের পরিকল্পনা ছাড়া অলিম্পিকে ভারতের পক্ষে ভাল ফল করা সম্ভব নয়। শরদের বক্তব্য, ভারতের টেবিল টেনিস দলে দক্ষ খেলোয়াড়ের অভাব নেই। কিন্তু কোচ না থাকায় তাঁরা নিজেদের প্রস্তুতি নিজেরাই নিচ্ছেন।

কানাডিয়ান কোচ ডেজান পাপিক শীঘ্রই ভারতের টেবিল টেনিস দলের সঙ্গে যুক্ত হবেন বলে জানিয়েছে ফেডারেশন। এই ভারতীয় দল সহজেই অলিম্পিকে যোগ্যতা অর্জন করবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

English summary
One year before Olympic Indian foreign coach yet to join team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X