For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিন্ধুর ম্যাচ মনে করিয়ে দিল বিশ্বকাপের ফাইনালের স্মৃতি, নস্টালজিক ঝুলন

মাস খানেক আগে ঝুলনরা বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন, এই রবিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেললেন পি ভি সিন্ধু , কী বলছেন ঝুলন

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

মাস খানেক আগে সেটাও একটা রবিবার ছিল, এদিনটাও একটা রবিবার ছিল। সেদিনও ভারতের মেয়েরা সম্মানের জন্য লড়ছিলেন , আর এদিনও ভারতীয় মেয়ে দেশের সম্মানের জন্য জীবন পণ করেছিলেন। পার্থক্য একটাই সেটা একটা দলগত ইভেন্ট ছিল, আর এটা একটা ব্যক্তিগত ইভেন্ট।

তবে দুটো রবিবারই মেয়েদের জন্য ভাগ্যদেবতা একই ফলাফল লিখে রেখেছিলেন। পি ভি সিন্ধু ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে যাওয়ার পর তাঁর দুঃখটা তাই ভালভাবে বুঝতে পারছেন ঝুলন গোস্বামী। পি ভি সিন্ধু -র ফাইনাল ম্যাচ দেখছিলেন এই বঙ্গ পেসার। যখন তৃতীয় গেমে ১৯-১৭ এগিয়ে গিয়েছিলেন সিন্ধু তখন মনে হয়েছিল ম্যাচটা বোধহয় জিতে গেলেন তিনি। কিন্তু তারপরই স্বপ্ন ভেঙে খানখান হয়ে যায়। রানার্স হয়েই সন্তুষ্ট হতে হয় সিন্ধুকে।

সিন্ধুর ম্যাচ মনে করিয়ে দিল বিশ্বকাপের ফাইনালের স্মৃতি, নস্টালজিক ঝুলন

ঝুলন বলেছেন, 'আমরা লর্ডসে যা করতে পারিনি মনে হচ্ছিল সিন্ধু সেটা গ্লাসগোয় করতে পারবে। আমি খুব আবেগপ্রবণ হয়েছিলাম। আমার মনে হয় লকার রুমে গিয়ে নিজের আবেগের প্রকাশ ঘটান সিন্ধু, ঠিক যেরকম আমরা ফাইনালের পর লর্ডসের ড্রেসিংরুমে পৌঁছে করেছিলাম। '

ঝুলনের মতে খেলার ফাইনাল মোমেন্টে সিন্ধুর মানসিক চাপ বেশি হয়ে গিয়েছিল, অন্যদিকে সোনা জয়ী ওকুহারা সেই মুহূর্তে নিজের নার্ভ ধরে রেখে ম্যাচ বার করে নিয়ে যেতে পেরেছেন।

ঝুলন মহিলা বিশ্বকাপে-র সেমিতে তারকা হয়ে ওঠা হরমনপ্রীত কউরের সঙ্গে দারুণ মিল পেয়েছেন পি ভি সিন্ধুর। তাঁর মতে দু'জনেই দারুণ আক্রমণাত্মক খেলোয়াড়। খেলার শুরু থেকেই বিপক্ষকে আক্রমণে ছিন্নভিন্ন করে দিতে চান এই দুই মেয়েই।

English summary
P V Sindhu's match reminded Jhulan about world cup final loss
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X