For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিন্ধুর সাফল্যকে সম্মান জানাল আমুল,'হিন্দুস্থান' এখন 'সিন্ধুস্থান'!

ভারতের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন শাটলারকে সম্মান জানাল দুগ্ধ প্রক্রিয়াকরণ সংস্থা আমূল। সংস্থার বিজ্ঞাপনে এবার পিভি সিন্ধুর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তকে তুলে ধরা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ভারতের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন শাটলারকে সম্মান জানাল দুগ্ধ প্রক্রিয়াকরণ সংস্থা আমূল। সংস্থার বিজ্ঞাপনে এবার পিভি সিন্ধুর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তকে তুলে ধরা হয়েছে। সিন্ধুর সোনা জয়ের ছবির পাশে লেখা হয়েছে, '১০০ শতাংশ সিন্ধুস্থান'। এখানেই শেষ নয়, ভারতীয় শাটলারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তকে সেলিব্রেট করার জন্য লেখা হয়েছে 'বিশ্ব বাটারমিন্টন চ্যাম্প'

সিন্ধুর ইতিহাস

প্রথম ভারতীয় শাটলার হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস লিখেছেন সিন্ধু। এর আগে এই টুর্নামেন্টে চারটি পদক জিতলেও বারবারই সোনা হাতছাড়া হয়েছিল। ২০১৩, ২০১৪ সালে ব্রোঞ্জ ও ২০১৭, ২০১৮ সালে রূপো জেতেন সিন্ধু। শেষ পর্যন্ত ২০১৯ সালে বাসেলে ওকুহারাকে হারিয়ে সোনার খরা কাটালেন। ওকুহারাকে সিন্ধু উড়িয়ে দেন ২১-৭, ২১-৭ ব্যবধানে। সিনিয়র কেরিয়ারে মেয়েদের সিঙ্গলস লড়াইয়ে এটি সিন্ধুর প্রথম সোনা জয়।

আমুলের সম্মান

সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনের বিজ্ঞাপনে সিন্ধুর পাশে রয়েছে আমুল গার্ল। তার হাতে মাখনের টুকরো ও সিন্ধুর ডান হাতে ব়্যাকেট, অন্য হাতে মাখন মাখানো পাউরুটি রয়েছে। সঙ্গে লেখা হয়েছে 'বিশ্ব বাটারমিন্টন চ্যাম্প'!সিন্ধুর সাফল্যকে এভাবেই সম্মান জানাল আমুল।

দেশ জুড়ে এখন সিন্ধুপ্লাবন

সোমবার রাতে দেশে ফেরার পর এখন সিন্ধুপ্লাবন। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্রীড়ামন্ত্রী কিরন রিজিজুর সঙ্গে দেখা করেন সিন্ধু। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরে শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন সোনার মেয়ে পুসারলা।

English summary
PV Sindhu: Amul celebrates sindhu's World Championships gold success
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X