For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিও অলিম্পিক ২০১৬ : সাপ, কুমীরে ভর্তি ব্রাজিলিয়ান গল্ফ কোর্স!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

রিও দে জেনেইরো, ১১ অগাস্ট : অলিম্পিকে গল্ফের মূল ইভেন্ট এখনও শুরু হয়নি। কিন্তু এরই মধ্যে চিন্তায় পড়ে গিয়েছেন বহু গল্ফ প্রতিযোগী। ২০১৬ রিও অলিম্পিকের আসরে বিতর্ক যেন পিছু ছাড়তে চাইছে না। সাংবাদিকদের বাস লক্ষ্য করে হামলা, টেনিশ তারকা লিয়েন্ডারের ঘর না পাওয়া, সহ একাধিক সমস্যা এখনও পর্যন্ত সামনে এসেছে। এবার বিতর্ক শুরু হয়েছে গল্ফ কোর্সকে ঘিরে। [সুভাষ সরোবর থেকে উদ্ধার কুমীর সদৃশ শিকারি মাছ, উদ্বেগে বিশেষজ্ঞমহল!]

২০১৬ রিও অলিম্পিক গল্ফের মিডিয়া ডিরেক্টর বব কনড্রন ব্রাজিলিয়ান গল্ফ কোর্সেকে চিড়িয়াখানার সঙ্গে তুলনা করে বসলেন। কিন্তু কেন তিনি এধরনের উক্তি করলেন জানেন কি?মজার ছলে কনড্রন বলেন, এটা শুধুমাত্র গল্ফ কোর্স না ,এটা চিড়িয়াখানাও বটে। যা দেখতেও অতি মনোরম লাগে।[বাথরুমে বসে যৌনাঙ্গে ১০ ফুট পাইথনের কামড় খেলেন এক ব্যক্তি]

রিও অলিম্পিক ২০১৬ : সাপ, কুমীরে ভর্তি ব্রাজিলিয়ান গল্ফ কোর্স!

এই ধরনের মন্তব্যের একমাত্র কারণ হল এই ব্রাজিলিয়ান গল্ফ কোর্সে সাপ ও কুমীর সহ একাধিক জীবজন্তুর অবাধ আনাগোনা রয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ান গল্ফ টিমের অধিনায়ক ইয়ান বেকারকে দেখা যায় গল্ফ কোর্সে এইসব জীবজন্তুর ছবি তুলতে। তিনি যখন ছবি তুলছিলেন একটি বিশাল আকৃতির রোডেন্ট (ইঁদুর প্রজাতির প্রাণী) দেখতে পান। যার অনুমানিক ওজন ৫০ কেজিরও বেশি।[অলিম্পিক ফাইনালের আগে 'গৃহবন্দি' জিমন্যাস্ট দীপা কর্মকার!]

এই ব্রাজিলিয়ান গল্ফ কোর্সের এহেন চরিত্র দেখে ঠিক কি করবেন বুঝে উঠতে পারছেন না অনেক প্রতিযোগী। একদিকে অনুশীলনের সময়ে মনের মধ্যে ভয় যেমন কাজ করছে তেমনি অনেকে আবার এই আকস্মিক ওয়াইল্ড লাইফ অভিজ্ঞতায় বেশ খুশি।

English summary
Rio Olympic 2016: exotic hazards faces golfers,found snakes and alligators.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X