For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) অলিম্পিকের নারী শক্তি : মালেশ্বরী, মেরি কম, সাইনার পর এবার সাক্ষী মালিক!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৮ আগস্ট : স্বাধীনতার পর থেকে ভারতের ঝুলিতে এসেছে মাত্র ২৫টি অলিম্পিক মেডেল। যাদের মধ্যে ৪টি এসেছে ভারতীয় মহিলা অ্যাথলেটদের হাত ধরে। আর এই নারীশক্তিকে সেলাম, যাদের হাত ধরে ভারত অলিম্পিকের বিশ্বমানচিত্রে নিজেদের মহিলা শক্তির উদাহরণ রাখতে পেরেছে। এই বার্তা পৌঁছতে পেরেছে যে আন্তর্জাতিক খেলাতেও ভারতকে দুর্বল ভাবার চিন্তাধারায় এবার বদল আনার সময় এসেছে।

অলিম্পিক ২০১৬ : সাক্ষী মালিকের কুস্তিতেই কিস্তিমাৎ, ভারতের পদক-খরা কাটল ব্রোঞ্জেই

রিও অলিম্পিকে ইতিহাস সৃষ্টি করা কে এই সাক্ষী মালিক?

ক্রীড়াক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য চিরকাল ৩ মহিলা স্মরণীয় হয়ে থাকবেন। কারনাম মালেশ্বরী, এম সি মেরি কম এবং সাইনা নেহেওয়াল। এই তালিকায় আজ, ১৮ আগস্ট যোগ হয়ে গেল একটি নতুন নাম। হরিয়ানা রোহতকের ২৩ বছরের সাক্ষী মালিক।

১২ বছরের কঠোর পরিশ্রমের ফল পেলাম : সাক্ষী মালিক

ব্রোঞ্জ পদক জয়ী সুপারগার্ল সাক্ষীকে ট্যুইট শুভেচ্ছা দেশবাসীর

আসুন একঝলকে দেখে নেওয়া যাক অলিম্পিকে ভারতীয় মহিলাদের উজ্জ্বল কীর্তি

কারনাম মালেশ্বরী

কারনাম মালেশ্বরী

অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা অ্যাথলেট হলেন কারনাম মালেশ্বরী। ২০০০ সালে সিডনি গেমসে মহিলা ভারোত্তলন বিভাগে পদক জিতেছিলেন তিনি। ৬৯ কেজি ভারোত্তলন বিভাগে শেষে ১৩৭.৫ কেজি ভার তোলার চেষ্টা করেন মালেশ্বরী। তাঁর সেই প্রচেষ্টা ব্রোঞ্জ পদক পাওয়ার জন্য উপযুক্ত ছিল।

তবে মালেশ্বরীর দাবি ছিল, তিনি সোনাও জিততে পারতেন যদি না অঙ্ক কষায় ভুল হতো। যদি তিনি ১৩৭.৫ কেজির পরিবর্তে ১৩২.৫ কেজির ভারও তুলতেন তাহলে তিনি সোনা জিততে পারতেন।

এমসি মেরি কম

এমসি মেরি কম

২০০০ সালের পর একেবারে ১২ বছর বাদে অলিম্পিকে মেরি কমের পাওয়া পদক ভারতীয় বক্সিংয়ের ধারাই পাল্টে দেয়। লন্ডনের অলিম্পিকে ২০১২ মেরি কম একমাত্র মহিলা বক্সার যিনি সুযোগ পেয়েছিলেন। তখন তিনি দুই সন্তানের মা। ফ্লাইওয়েট বিভাগে শুধু লড়া নয়, বরং ব্রোঞ্জের পদকও এনেছিলেন তিনি।

সাইনা নেহেওয়াল

সাইনা নেহেওয়াল

এই একই বছরে আরও এক পদক লাভ হয় ভারতের। আর তা হয় ২২ বছরের সাইনা নেহেওয়ালের হাত ধরে। বিশ্বের দ্বিতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় জিন ওয়াংকে হারিয়ে তৃতীয় স্থানের জন্য প্লে অফ রাউন্ডে জয়ী হন সাইনা।

সাইনা প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন ২০০৮ সালে।

সাক্ষী মালিক

সাক্ষী মালিক

২০১২ সালে লন্ডন অলিম্পিকে ভারতের চমকপ্রদ প্রদর্শনের পর ২০১৬ রিও অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ জিতে ভারতের খাতা খুললেন সাক্ষী মালিক। ৫৮ কেজির ফ্রিস্টাইল কুস্তিতে কিরগিজস্তানের আইসুলু তাইনিবেকোভাকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন হরিয়ানার রোহতকের ২৩ বছরের কুস্তিগীর সাক্ষী মালিক।

English summary
Woman power: Karnam Malleswari, Mary Kom, Saina Nehwal and Sakshi Malik
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X