For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ: রেকর্ড ছুঁলেন ম্যাগনিফিসেন্ট মেরি! এল ষষ্ঠ স্বর্ণপদক

হ্যানা ওখোতাকে হারিয়ে এমসি মেরি কম বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ সোনা জিতে রেকর্ড স্পর্শ করলেন এমসি মেরি কম।

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ আট বছর শনিবার (২৪ নভেম্বর) বিকেলে ফের একবার বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেমেছিলেন ভারতের বক্সিং লেজেন্ড এমসি মেরি কম। বিপক্ষে ছিলেন ১৩ বছরের ছোট ইউক্রেনিয় বক্সার হ্যানা ওখোতা। কিন্তু, নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ৩ রাউন্ডের লড়াইয়ে আরও একবার মেরি কম বুঝিয়ে দিলেন কেন তাঁকে ডাকা হয় ম্যাগনিফিসিয়েন্ট মেরি নামে।

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ: ষষ্ঠ সোনা জিতে রেকর্ড মেরির

৪৮ কেজি ফ্লাইওয়েত বিভাগে জুরিদের সর্বসম্মতিক্রমে জিতে বিশ্বচ্যাম্পিয়নশিপের আসর থেকে আরও একবার স্বর্ণপদক জিতলেন ৩৫ বছরের মেরি। ঘরোয়া দর্শকদের সামনে উজ্জীবিত মেরি ওখোতাকে স্রেফ দাঁড়াতেই দেননি।

এই নিয়ে বক্সিং-এর এই সর্বোচ্চ প্রতিযোগিতা থেকে তাঁর স্বর্ণপদকের সংখ্যা দাঁড়াল ৬ - ২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮, ২০১০ ও ২০১৮। এছাড়া ২০০১ সালে তিনি এই প্রতিযোগিতায় তিনি রুপো জিতেছিলেন।
ফলে মহিলা হিসেবে সবচেয়ে বেশি বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপ সোনা জেতার রেকর্ড গড়লেন তিনি। ছাপিয়ে গেলেন আইরিশ মহিলা বক্সিং-এর লেডেন্ড কেটি টেলরকে। সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন বক্সিং দুনিয়ার আরেক কিংবদন্তি কিউবান বক্সার ফেলিক্স স্যাভনকে। স্যাভনও গত শতাব্দীর আটের দশকের শেষভাগে বক্সিং-এর বিশ্ব আসর থেকে ৬টি সোনার পদকই জিতেছিলেন।

তবে টেলর বা স্যাভনও বোধহয় ৮ বছর পর প্রতিযোগিতায় ফিরে এসে সোনার পদক জেতার কথা ভাবতে পারতেন না। যা করে দেখালেন তিন সন্তানের মা, মেরি কম।

তাঁর এদিনের প্রতিপক্ষ হ্যানা ওখোতা কিন্তু এর আগে জুনিয়র ইউরোপিয় চ্যাম্পিয়নশিপে জয়ী হয়েছিলেন। যুব বিশ্বচ্যাম্পিয়নশিপের খেতাবও আছে তাঁর ঝুলিতে। তবে মেরির সঙ্গে মুখোমুখি সাক্ষাতে চলতি বছরের গোড়াতেই পোল্যান্ডে এক প্রতিযোগিতায় তিনি পরাজিত হয়েছিলেন। এদিনও বাধাটা টপকাতে তিনি ব্যর্থ হন।

English summary
MC Mary Kom has defeated Hanna Okhota to win record-equalling sixth gold at World Boxing Championship. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X